নিখোঁজ ৫৬ হাজার মহিলার কোনও খোঁজ নেই সরকারের খাতায়। সংসদীয় কমিটির তোলা প্রশ্নের প্রেক্ষিতে এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।
আরও পড়ুন- অ্যাপ ক্যাবে যুবতীকে 'গণধর্ষণ', যমুনা এক্সপ্রেসওয়েতে নারকীয় ঘটনা!
নাবালিকাদের পাচার রুখতে কেন্দ্র ও রাজ্য সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। তার পরও রাজ্য থেকে এত সংখ্যক মহিলা কীভাবে নিরুদ্দেশ হলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। স্বরাষ্ট্রমন্ত্রকের তথ্য বলছে, ২০২০ এবং ২০২১ সালে বাংলা থেকে ১,০২,৫৯৭ জন মহিলা নিখোঁজ হয়েছেন। তার মধ্যে ৪৪,৯০৫ জন মহিলার খোঁজ পাওয়া গিয়েছে।
advertisement
২০১৯ সালে বাংলা থেকে ৫৪,৪৪৮ জন মহিলা নিখোঁজ হয়েছিলেন। ২০২০ সালে ৫১,৫৯৯ জন নিখোঁজ হন। ২০১৯ সালে নিখোঁজ হওয়া মহিলাদের মধ্যে ২৩,০৪৮ জনের খোঁজ শেষমেশ আর পাওয়া যায়নি।
শুধু বাংলা নয়, মহারাষ্ট্র থেকেও রেকর্ড সংখ্যক মহিলা মহামারীর সময়ে নিখোঁজ হয়েছে। তালিকায় রয়েছে মধ্যপ্রদেশও। মহারাষ্ট্র থেকে করোনার সময় নিখোঁজ হয়েছেন প্রায় ৭৭ হাজার মহিলা। আরও চমকে দেওয়ার মতো তথ্য রয়েছে। গোটা দেশে অতিমারীর সময় সাড়ে ছ লাখের বেশ মহিলা নিখোঁজ হয়েছেন।
আরও পড়ুন- মায়ের সঙ্গে নরেন্দ্র মোদির কিছু মিষ্টি-মধুর ছবি! প্রধানমন্ত্রী যেন ঘরের ছেলে...
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দাবি করছে, গত কয়েক বছরের তুলনায় বিগত ২ বছরে মহিলাদের নিরুদ্দেশ হওয়ার সংখ্যাটা কমেছে। তবে নিখোঁজ মহিলাদের খুঁজে পাওয়ার সংখ্যাটা কমেছে অনেকটাই। এক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রক বলছে, অনেক সময় নিখোঁজ মহিলারা বাড়ি ফিরে এলেও বাড়ির লোকজন সেই কথা পুলিশ-প্রশাসনের কাছে জানায় না। ফলে খোঁজ পাওয়া মহিলাদের আসল সংখ্যাটা ধামাচাপা পড়়ে যায়।