২০০৭–০৮ বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থে এই ঐতিহাসিক মুহূর্তটি আসে। ম্যাচের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ভয়ঙ্কর ব্যাটার অ্যান্ড্রু সাইমন্ডসকে ৬৬ রানে আউট করে নিজের ৬০০তম উইকেট পূর্ণ করেন কুম্বলে। বলটি ভালো লেন্থে পড়ে হঠাৎ স্পিন করে ও লাফিয়ে ওঠে, সাইমন্ডস কাট শট খেলতে গেলে এজ লাগে এবং উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনির গ্লাভস হয়ে প্রথম স্লিপে থাকা রাহুল দ্রাবিড়ের হাতে ধরা পড়ে।
advertisement
আম্পায়ার আউট দেওয়ার সঙ্গে সঙ্গেই কুম্বলে আকাশের দিকে তাকিয়ে আবেগ প্রকাশ করেন। সতীর্থ সচিন তেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ ও সৌরভ গঙ্গোপাধ্যায় সহ সবাই তাকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান। পরে কুম্বলে বল তুলে ধরে পার্থের ঐতিহ্যবাহী ওয়াকা স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের উষ্ণ করতালির সম্মান গ্রহণ করেন।
আরও পড়ুনঃ Rohit Sharma: রোহিতের সাফল্যের ৫ শতাংশও ওর নেই…! ভারতীয় কোচকে তোপ মনোজ তিওয়ারির
এই টেস্ট ম্যাচটি ভারতের অন্যতম সেরা বিদেশের মাটিতে জয় হিসেবে বিবেচিত হয়। দ্রুত ও বাউন্সি পিচে পেসারদের দাপটের মাঝেও কুম্বলে দুর্দান্ত নেতৃত্ব দেন। তিনি দুই ইনিংসে ২/৪২ ও ২/৯৮ বোলিং করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এটি ছিল তার সংক্ষিপ্ত কিন্তু সফল অধিনায়কত্বের সবচেয়ে বড় অর্জন।
