TRENDING:

২০ বছরের সংসার ভাঙছে! প্রেম, বিয়ে, সিনেমা, সব অতীত! বিশ্বজয়ী বক্সার মেরি কমের জীবনে নতুন সঙ্গী!

Last Updated:

অলিম্পিক পদকজয়ী বক্সার মেরি কম এবং তাঁর স্বামী করুং ওঙ্খোলার (Onler নামে যিনি পরিচিত) ২০ বছরের সংসার ভাঙছে বলে জল্পনা ছড়িয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: তাঁদের প্রেম, বিয়ে, জীবন সংগ্রাম ফুটে উঠেছিল সিনেমার পর্দা.। সেই সিনেমা অনুপ্রেরণা জুগিয়েছিল বহু মানুষকে। তবে সেসব এখন অতীত। মেরি কম এবং তাঁর স্বামী করুং ওঙ্খোলার (Onler নামে যিনি পরিচিত) ২০ বছরের সংসার ভাঙছে।
News18
News18
advertisement

অলিম্পিক পদকজয়ী ও বক্সিং আইকন মেরি কমের ব্যক্তিগত জীবনে ঝড় উঠেছে। তিনি স্বামীর সঙ্গে আর থাকছেন না বলে খবর। বিবাহ বিচ্ছেদের আইনি পদক্ষেপ এখনও নেওয়া হয়নি বলেই খবর। তবে তাঁরা যে আলাদা থাকতে শুরু করেছেন, সে খবর পাকা।

আরও পড়ুন- আরও এক ইতিহাস গড়লেন বিরাট কোহলি, যা কোনও ভারতীয় ক্রিকেটারের নেই

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পদ্মভূষণ সম্মানপ্রাপ্ত বক্সার ২০১৬ সালে সংসদ নির্বাচিত হন। এদিকে, শোনা যাচ্ছে, মেরির জীবনে নতুন সঙ্গীর আগমন হয়েছে। মেরি তাঁকে ব্যবসায়িক অংশীদার হিসেবে দেখানোর ফলে এই গুঞ্জন আরও জোরদার হয়েছে। উল্লেখ্য, ২০০৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মেরি। ২০০৭ সালে যমজ পুত্র সন্তানের জন্ম হয়, ২০১৩ সালে আরেকটি পুত্র সন্তানের জন্ম হয়। ২০১৮ সালে তাঁরা এক কন্যা সন্তানকে দত্তক নেন। ফুটবলার ওঙ্খোলা কেরিয়ার জলাঞ্জলি দিয়ে সন্তানদের লালন-পালন করতে এবং বাড়ির যত্ন নিতে শুরু করেন। এদিকে, ৬টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং একটি অলিম্পিক ব্রোঞ্জ পদক রয়েছে মেরির ঝুলিতে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
২০ বছরের সংসার ভাঙছে! প্রেম, বিয়ে, সিনেমা, সব অতীত! বিশ্বজয়ী বক্সার মেরি কমের জীবনে নতুন সঙ্গী!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল