অলিম্পিক পদকজয়ী ও বক্সিং আইকন মেরি কমের ব্যক্তিগত জীবনে ঝড় উঠেছে। তিনি স্বামীর সঙ্গে আর থাকছেন না বলে খবর। বিবাহ বিচ্ছেদের আইনি পদক্ষেপ এখনও নেওয়া হয়নি বলেই খবর। তবে তাঁরা যে আলাদা থাকতে শুরু করেছেন, সে খবর পাকা।
ম
আরও পড়ুন- আরও এক ইতিহাস গড়লেন বিরাট কোহলি, যা কোনও ভারতীয় ক্রিকেটারের নেই
advertisement
পদ্মভূষণ সম্মানপ্রাপ্ত বক্সার ২০১৬ সালে সংসদ নির্বাচিত হন। এদিকে, শোনা যাচ্ছে, মেরির জীবনে নতুন সঙ্গীর আগমন হয়েছে। মেরি তাঁকে ব্যবসায়িক অংশীদার হিসেবে দেখানোর ফলে এই গুঞ্জন আরও জোরদার হয়েছে। উল্লেখ্য, ২০০৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মেরি। ২০০৭ সালে যমজ পুত্র সন্তানের জন্ম হয়, ২০১৩ সালে আরেকটি পুত্র সন্তানের জন্ম হয়। ২০১৮ সালে তাঁরা এক কন্যা সন্তানকে দত্তক নেন। ফুটবলার ওঙ্খোলা কেরিয়ার জলাঞ্জলি দিয়ে সন্তানদের লালন-পালন করতে এবং বাড়ির যত্ন নিতে শুরু করেন। এদিকে, ৬টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং একটি অলিম্পিক ব্রোঞ্জ পদক রয়েছে মেরির ঝুলিতে।