২৫ অগাস্ট থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের টিকিট বিক্রি। ইডেনে এবার বিশ্বকাপের মোট ৫টি ম্যাচ রয়েছে ইডেন গার্ডেন্সে। তার মধ্যে রয়েছে গ্রুপ পর্বে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মেগা ম্যাচ। আইসিসির নির্ধারিত সূচি অনুযায়ী ২ সেপ্টেম্বর বেঙ্গালুরু ও কলকাতায় ভারতীয় দলের দুটি ম্যাচের টিকিট। আপনি যদি অনলাইনে টিকিট কাটতে চান, তাহলে ‘বুক মাই শো’ থেকে তা সংগ্রহ করতে পারেন। অফ লাইনে টিকিটের বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
advertisement
আরও পড়ুনঃ Knowledge Story: শুধু এমএস ধোনি নয়, ৭ নম্বর জার্সি পরে খেলেছেন আরও এক ভারতীয় তারকা, বলুন তো কে
প্রসঙ্গত, ২৮ অক্টোবর ইডেন গার্ডেন্সে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচ, ৩১ অক্টোবর বাংলাদেশ বনাম পাকিস্তান, ৫ নভেম্বর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা এবং ১১ নভেম্বর ইংল্যান্ড বনাম পাকিস্তান। এছাড়া ইডেন গার্ডেন্স ১৬ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনালও আয়োজন করবে।