TRENDING:

ODI World Cup 2023: বিশ্বকাপে ইডেনে ভারতের ম্যাচ, কবে-কোথায় পাবেন টিকিট, জেনে নিন বিস্তারিত

Last Updated:

ODI World Cup 2023: বুধবারই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে বিশ্বকাপের টিকিট দিনক্ষণও জানানো হয়েছে। কলকাতার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপে ভারতের ম্যাচের টিকিট কবে থেকে কোথায় পাওয়া যাবে রইল বিস্তারিত তথ্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ১২ বছর পর দেশের মাটিতে একদিনের বিশ্বকাপ। ২০১১ সালে এমএস ধোনির পর আরও একবার টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জয় দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা। বিশ্বকাপের সূচি আগেই প্রকাশিত হয়েছিল। সেই সূচিতে এসেছে কিছু পরিবর্তন। বুধবারই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে বিশ্বকাপের টিকিট দিনক্ষণও জানানো হয়েছে। কলকাতার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপে ভারতের ম্যাচের টিকিট কবে থেকে কোথায় পাওয়া যাবে রইল বিস্তারিত তথ্য।
advertisement

২৫ অগাস্ট থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের টিকিট বিক্রি। ইডেনে এবার বিশ্বকাপের মোট ৫টি ম্যাচ রয়েছে ইডেন গার্ডেন্সে। তার মধ্যে রয়েছে গ্রুপ পর্বে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মেগা ম্যাচ। আইসিসির নির্ধারিত সূচি অনুযায়ী ২ সেপ্টেম্বর বেঙ্গালুরু ও কলকাতায় ভারতীয় দলের দুটি ম্যাচের টিকিট। আপনি যদি অনলাইনে টিকিট কাটতে চান, তাহলে ‘বুক মাই শো’ থেকে তা সংগ্রহ করতে পারেন। অফ লাইনে টিকিটের বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

advertisement

আরও পড়ুনঃ Knowledge Story: শুধু এমএস ধোনি নয়, ৭ নম্বর জার্সি পরে খেলেছেন আরও এক ভারতীয় তারকা, বলুন তো কে

প্রসঙ্গত, ২৮ অক্টোবর ইডেন গার্ডেন্সে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচ, ৩১ অক্টোবর বাংলাদেশ বনাম পাকিস্তান, ৫ নভেম্বর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা এবং ১১ নভেম্বর ইংল্যান্ড বনাম পাকিস্তান। এছাড়া ইডেন গার্ডেন্স ১৬ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনালও আয়োজন করবে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ODI World Cup 2023: বিশ্বকাপে ইডেনে ভারতের ম্যাচ, কবে-কোথায় পাবেন টিকিট, জেনে নিন বিস্তারিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল