TRENDING:

ODI World Cup 2023: ২০১১ বিশ্বকাপ জিততে একাধিক কুসংস্কার মানতেন ধোনি, ফাঁস করলেন বীরেন্দ্র সেওয়াগ

Last Updated:

ODI World Cup 2023: ১২ বছর আগে বিশ্বকাপ জেতার জন্য সেই সময় টিম ইন্ডিয়ার অধিনায়ক এমএস ধোনি ঠিক কোন কোন অন্ধ বিশ্বাসের সাহায্য নিয়েছিলেন, ২০২৩-এ এসে জানালেন বীরেন্দ্র সেওয়াগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: মঙ্গলবার ঘোষিত হয়েছে আইসিসি ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর সূচি। ১২ বছর পর ফের ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপের আসর। বিশ্বকাপ শুরু ১০০ দিন আগে মুম্বইতে অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচি ঘোষণা করা হয়। শুরু হয়ে গেল বিশ্বকাপের কউন্টডাউনও। আর এই বিশেষ দিনে সম্প্রচারকারী চ্যানেলে উঠে আসল নানা আলোচনা। সেখানেই কিছু মজার তথ্য সামনে আনেন প্রাক্তন ভারতীয় ওপেনার ও ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য বীরেন্দ্র সেওয়াগ।
advertisement

১২ বছর আগে বিশ্বকাপ জেতার জন্য সেই সময় টিম ইন্ডিয়ার অধিনায়ক এমএস ধোনি ঠিক কোন কোন অন্ধ বিশ্বাসের সাহায্য নিয়েছিলেন, সেই কথাই ২০২৩ বিশ্বকাপের সূচি প্রকাশের দিন সম্প্রচারকারী চ্যানেলে বলেন বীরেন্দ্র সেওয়াগ। তিনি বলেন, ২০১১ বিশ্বকাপের সময় আমরা রোজ দেখতাম ধোনি খিচুড়ি খেতেন। ম্যাচের পরও খিচুডি নিয়ে বসতেন ধোনি। রোজ খিচুড়ি খাওয়ার কারণ জানতে চাইলে ধোনি কিছু বলতেন না। কিন্তু ফাইনাল জয়ের পর দেখি সেদিন আর খিচুড়ি খাচ্ছেন না ধোনি। তখনউ বুঝে গিয়েছিলাম বিশ্বকাপ না জেতা পর্যন্ত কু-সংস্কারেক কারণেই রোজ খিচুড়ি খেতেন ধোনি।’

advertisement

এছাড়াও জানা যায় ২০১১ বিশ্বকাপ জয়ের পরই কেন মাথা ন্যাড়া করেছিলেন এমএস ধোনি। সেই সময় বিশ্বকাপ জয়ের পর ট্রফি নিয়ে ফটো শুটে ধোনিকে দেখা ন্যাড়া মাথায়। দেখা যায় ধোনিকে। পরে জানা গিয়েছিল, ধোন পণ করেছিলন বিশ্বকাপ জিতলে মাথা ন্যাড়া করবেন। নিজের স্বপ্ন পূরণ হওয়ার সঙ্গে সঙ্গেই সব চুল কেটে ফেলেন তৎকালীন ভারত অধিনায়ক। ফলে এর থেকে বোঝা যায় ধোনিও কতটা কু-সংস্কারে বিশ্বাসী।

advertisement

আরও পড়ুনঃ ODI World Cup 2023: বিশ্বকাপে কবে ভারত-পাকিস্তান ‘যুদ্ধ’, প্রথম কবে মাঠে নামছে টিম ইন্ডিয়া

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

প্রসঙ্গত, মঙ্গলবার বিশ্বকাপের যে সূচি ঘোষণা হয়েছিল তাতে ভারতীয় দল তাদের অভিযান শুরু করবে ৮ অক্টোবর। টিম ইন্ডিয়ার সূচি- ৮ অক্টোবর: ভারত বনাম অস্ট্রেলিয়া (চেন্নাই), ১১ অক্টোবর: ভারত বনাম আফগানিস্তান (দিল্লি), ১৫ অক্টোবর: ভারত বনাম পাকিস্তান (আমদাবাদ)। ১৯ অক্টোবর: ভারত বনাম বাংলাদেশ (পুণে), ২২ অক্টোবর: ভারত বনাম নিউজিল্যান্ড (ধরমশালা), ২৯ অক্টোবর: ভারত বনাম ইংল্যান্ড (লখনউ), ২ নভেম্বর: ভারত বনাম যোগ্যতা অর্জনকারী দল (মুম্বই), ৫ নভেম্বর: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (কলকাতা), ১১ নভেম্বর: ভারত বনাম যোগ্যতা অর্জনকারী দল (বেঙ্গালুরু)।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ODI World Cup 2023: ২০১১ বিশ্বকাপ জিততে একাধিক কুসংস্কার মানতেন ধোনি, ফাঁস করলেন বীরেন্দ্র সেওয়াগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল