১২ বছর আগে বিশ্বকাপ জেতার জন্য সেই সময় টিম ইন্ডিয়ার অধিনায়ক এমএস ধোনি ঠিক কোন কোন অন্ধ বিশ্বাসের সাহায্য নিয়েছিলেন, সেই কথাই ২০২৩ বিশ্বকাপের সূচি প্রকাশের দিন সম্প্রচারকারী চ্যানেলে বলেন বীরেন্দ্র সেওয়াগ। তিনি বলেন, ২০১১ বিশ্বকাপের সময় আমরা রোজ দেখতাম ধোনি খিচুড়ি খেতেন। ম্যাচের পরও খিচুডি নিয়ে বসতেন ধোনি। রোজ খিচুড়ি খাওয়ার কারণ জানতে চাইলে ধোনি কিছু বলতেন না। কিন্তু ফাইনাল জয়ের পর দেখি সেদিন আর খিচুড়ি খাচ্ছেন না ধোনি। তখনউ বুঝে গিয়েছিলাম বিশ্বকাপ না জেতা পর্যন্ত কু-সংস্কারেক কারণেই রোজ খিচুড়ি খেতেন ধোনি।’
advertisement
এছাড়াও জানা যায় ২০১১ বিশ্বকাপ জয়ের পরই কেন মাথা ন্যাড়া করেছিলেন এমএস ধোনি। সেই সময় বিশ্বকাপ জয়ের পর ট্রফি নিয়ে ফটো শুটে ধোনিকে দেখা ন্যাড়া মাথায়। দেখা যায় ধোনিকে। পরে জানা গিয়েছিল, ধোন পণ করেছিলন বিশ্বকাপ জিতলে মাথা ন্যাড়া করবেন। নিজের স্বপ্ন পূরণ হওয়ার সঙ্গে সঙ্গেই সব চুল কেটে ফেলেন তৎকালীন ভারত অধিনায়ক। ফলে এর থেকে বোঝা যায় ধোনিও কতটা কু-সংস্কারে বিশ্বাসী।
আরও পড়ুনঃ ODI World Cup 2023: বিশ্বকাপে কবে ভারত-পাকিস্তান ‘যুদ্ধ’, প্রথম কবে মাঠে নামছে টিম ইন্ডিয়া
প্রসঙ্গত, মঙ্গলবার বিশ্বকাপের যে সূচি ঘোষণা হয়েছিল তাতে ভারতীয় দল তাদের অভিযান শুরু করবে ৮ অক্টোবর। টিম ইন্ডিয়ার সূচি- ৮ অক্টোবর: ভারত বনাম অস্ট্রেলিয়া (চেন্নাই), ১১ অক্টোবর: ভারত বনাম আফগানিস্তান (দিল্লি), ১৫ অক্টোবর: ভারত বনাম পাকিস্তান (আমদাবাদ)। ১৯ অক্টোবর: ভারত বনাম বাংলাদেশ (পুণে), ২২ অক্টোবর: ভারত বনাম নিউজিল্যান্ড (ধরমশালা), ২৯ অক্টোবর: ভারত বনাম ইংল্যান্ড (লখনউ), ২ নভেম্বর: ভারত বনাম যোগ্যতা অর্জনকারী দল (মুম্বই), ৫ নভেম্বর: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (কলকাতা), ১১ নভেম্বর: ভারত বনাম যোগ্যতা অর্জনকারী দল (বেঙ্গালুরু)।