আপনাদের মনে হতেই পারে না কোহলি ম্যাচের সেরা হয়েছে, না এশিয়ান গেমসে ভারতীয় দলের সদস্য ছিলেন, তাহলে কীসের জন্য হঠাৎ গোল্ড মেডেল পেলেন তিনি। আসলে বিরাট কোহলি এই বিশেষ পুরস্কার পেয়েছেন অস্ট্রেলিয়া ম্যাচে দলের সেরা ফিল্ডার হওয়ার কারণে। ভারতীয় ফিল্ডিং কোচ টি দিলীপ কোহলিকে সেরা ফিল্ডিংয়ের জন্য গোল্ড মেডেল দেন। শুধু একটা ক্যাচের জন্য নয়, গোটা ম্যাচে ধারবাহিকভাবে ভাল ফিল্ডিংয়ের জন্য এই অ্যাওয়ার্ড বলে জানান টি দিলীপ।
advertisement
বিসিসিআইয়ের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ড্রেসিং রুমের সেই ভিডিও শেয়ার করা হয়। যেখানে দেখা যায় বিরাট কোহলির নাম ঘোষণার পর গোটা দল তাকে হাততালি দিয়ে ওঠে। হার্দিক পান্ডিয়াকে মজার ছলে কিছু বলতেও দেখা যায়। কোহলি এগিয়ে আসেন ও টি দিলীপ তার হাতে মেডলটি দিতে যান। কিন্তু বিরাট কোহলি পরিয়ে দিতে বলেন। মেডেল পাওয়ার তাতে কামড় দিয়ে পোজ দিয়ে ছবিও তোলেন বিরাট কোহলি।
আরও পড়ুনঃ ICC World Cup 2023: রূপ-যৌবনের আগুনে হবেন ঘায়েল! বিশ্বজয়ী ক্রিকেটারের লাস্যময়ী মেয়ে, বলুন তো কে ইনি
প্রসঙ্গত, ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করে ৪৯.৩ ওভারে ১৯৯ রানে অলআউট হয়ে যায় ৫ বারের বিশ্বজয়ীরা। ভারত ৪১.২ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় টিম ইন্ডিয়া। ১১৫ বলে ৯৭ রান করে অপরাজিত থাকেন কেএল রাহুল, আর ১১৬ বলে ৮৫ রান করে আউট হন বিরাট কোহলি। ৬ উইকেটে ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু করে ভারত। ১১ অক্টোবর ভারতের পরবর্তী ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে।