TRENDING:

ODI World Cup 2023: এত কাছ থেকে বিশ্বকাপ দেখে আবেগতাড়িত রোহিত, স্মৃতি রোমন্থনের পাশাপাশি জানিয়ে দিলেন আগামির লক্ষ্য

Last Updated:

Team India captain Rohit Sharma is optimistic about the Indian cricket team winning the ICC World Cup 2023: সোনালী বিশ্বকাপটা খুব কাছ থেকে দেখার সৌভাগ্য কোনও দিনই হয়নি রোহিতের। শেষ বিশ্বজয়ের ১২ বছর পর ফের একবার দেশের মাটিতেই বিশ্বকাপ। এবার অধিনায়ক রোহিত নিজেই। তার আগে সোনালী ট্রফিটে হাতে নিয়ে আবেগে ভেসেছেন হিটম্যান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: ২০১১ সালে শেষবার এমএস ধোনির নেতৃত্বে একদিনের বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই সময় ভারতীয় দলের সদস্য ছিলেন না বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। ঘরে বসেই দেখতে হয়েছিল গোটা বিশ্বকাপ। তারপরের দুটি বিশ্বকাপে দলে থাকলেও সেমি ফাইনাল থেকেই বেজে যায় বিদায় ঘণ্টা। তাই স্বপ্নের সোনালী বিশ্বকাপটা খুব কাছ থেকে দেখার সৌভাগ্য কোনও দিনই হয়নি রোহিতের। শেষ বিশ্বজয়ের ১২ বছর পর ফের একবার দেশের মাটিতেই বিশ্বকাপ। এবার অধিনায়ক রোহিত নিজেই। তার আগে সোনালী ট্রফিটে হাতে নিয়ে আবেগে ভেসেছেন হিটম্যান। যেই ছবি এখন ভাইরাল নেট দুনিয়ায়।
রোহিত শর্মা
রোহিত শর্মা
advertisement

স্বপ্নের ট্রফিটা হাতে নিয়ে বিশ্বজয়ের খিদেটা যেন আরও বেড়ে গিয়েছে ভারত অধিনায়কের। পুরান স্মৃতির কথা বলার পাশাপাশি আসন্ন বিশ্বকাপে দেশবাসীর সামনে আরও একবার বিশ্বকাপ জেতাই যে বর্তমানে তাঁর তাঁর দলের একমাত্র লক্ষ্য তা সাফ জানিয়ে দিলেন রোহিত শর্মা। বিশ্বকাপ হাতে নিয়ে আবেগতাড়িত ভারত অধিনায়ক বলেন, এর আগে কোনও দিনও মানুষের মধ্যে ওইরকম উচ্ছ্বাস ও পাগলামো দেখিনি। ২০১১ সালে দলে না থাকলেও দারুণ উপভোগ করেছিলাম বিশ্বকাপটা। আশা করি এবারও আমরা দর্শকদের পূর্ণ সমর্থন পাবো ট্রফি হাতে তুলতে পারব।”

advertisement

আরও পড়ুনঃ ODI World Cup 2023: সামনেই ‘ডেডলাইন’! এখনও অনিশ্চিৎ অনেকেই, বিশ্বকাপের দল গঠন নিয়ে চাপ বাড়ছে ভারতের

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

প্রসঙ্গত, ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ওডিআই বিশ্বকাপ ২০২৩। তার আগে ৫ সেপ্টেম্বর বিশ্বকাপের দল ঘোষণার শেষ দিন। ভারতের ১০টি ভেনুতে ১০টি দল আইসিসির এই মেগা ইভেন্টে খেলবে। বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ৮ অক্টোবর। প্রথম ম্যাচেই ভারতের সামনে কঠিন লড়াই। কারণ প্রতিপক্ষ ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া। ১২ বছর পর নিজে বিশ্বজয়ের সুখ পেতে ও দেশবাসীকে আরও একবার সেই রাত উপহার দিতে বদ্ধপরিকর রোহিত শর্মা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ODI World Cup 2023: এত কাছ থেকে বিশ্বকাপ দেখে আবেগতাড়িত রোহিত, স্মৃতি রোমন্থনের পাশাপাশি জানিয়ে দিলেন আগামির লক্ষ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল