স্বপ্নের ট্রফিটা হাতে নিয়ে বিশ্বজয়ের খিদেটা যেন আরও বেড়ে গিয়েছে ভারত অধিনায়কের। পুরান স্মৃতির কথা বলার পাশাপাশি আসন্ন বিশ্বকাপে দেশবাসীর সামনে আরও একবার বিশ্বকাপ জেতাই যে বর্তমানে তাঁর তাঁর দলের একমাত্র লক্ষ্য তা সাফ জানিয়ে দিলেন রোহিত শর্মা। বিশ্বকাপ হাতে নিয়ে আবেগতাড়িত ভারত অধিনায়ক বলেন, এর আগে কোনও দিনও মানুষের মধ্যে ওইরকম উচ্ছ্বাস ও পাগলামো দেখিনি। ২০১১ সালে দলে না থাকলেও দারুণ উপভোগ করেছিলাম বিশ্বকাপটা। আশা করি এবারও আমরা দর্শকদের পূর্ণ সমর্থন পাবো ট্রফি হাতে তুলতে পারব।”
advertisement
আরও পড়ুনঃ ODI World Cup 2023: সামনেই ‘ডেডলাইন’! এখনও অনিশ্চিৎ অনেকেই, বিশ্বকাপের দল গঠন নিয়ে চাপ বাড়ছে ভারতের
প্রসঙ্গত, ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ওডিআই বিশ্বকাপ ২০২৩। তার আগে ৫ সেপ্টেম্বর বিশ্বকাপের দল ঘোষণার শেষ দিন। ভারতের ১০টি ভেনুতে ১০টি দল আইসিসির এই মেগা ইভেন্টে খেলবে। বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ৮ অক্টোবর। প্রথম ম্যাচেই ভারতের সামনে কঠিন লড়াই। কারণ প্রতিপক্ষ ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া। ১২ বছর পর নিজে বিশ্বজয়ের সুখ পেতে ও দেশবাসীকে আরও একবার সেই রাত উপহার দিতে বদ্ধপরিকর রোহিত শর্মা।