বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেও পুরোপুরি ফিট না হওয়ায় খেলেননি কেন উইলিয়ামসন। ম্যাচ টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। কিন্তু সেই সিদ্ধান্ত খুব একটা সাথ দেয়নি তাদের ভাগ্যে। ওপেনিং জুটিতে দলকে ভাল শুরু দেন ডেভন কনওয়ে ও উইল ইয়ং। কনওয়ে এদিন ৩২ রা করে আউট হলেও, উইল ইয়ং দ্বিতীয় ম্যাচে খেললেন ৭০ রানের ঝকঝকে ইনিংস। তবে প্রথম ম্যাচের মত নিজের দুরন্ত ব্যাটিং ফর্ম ধরে রাখেন রাচিন রবীন্দ্র। এদিনও ৫১ রানের ইনিংস খেলেন তিনি।
advertisement
আরও পড়ুনঃ Virat Kohl Gets Gold Medal: গোল্ড মেডেল পেলেন বিরাট কোহলি, দিলেন পোজও, কিন্ত কারণটা কী
এরপর দলকে টানেন ড্যারিল মিচেল ও টম ল্যাথাম। দুজন মিলে দলের স্কোর ৩০০ রানের দোরগোড়ায় নিয়ে যান। অধিনায়ক ল্যাথাম ৫৩ রান করে ও মিচেল করেন ৪৮। শেষের দিকে ১৭ বলে ৩৬ রানের বিধ্বংসী ব্যাটিং করেন মিচেল স্যান্টনার। ৩৬ রানে অপরাজিত থাকেন তিনি। ম্যাট হেনরি অপরাজিত থাকেন ১০ রানে। নেদারল্যান্ডসের হয়ে ২টি করে উইকেট নেন আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন, ভ্যান ডি মারুউই। জয়ের জন্য ডাচদের টার্গেট ৩২৩।