এবার ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। গত ১৪ তারিখ ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন সৌরভ। বাবরদের খেলা দেখে একেবারে হতাশ তিনি। এই পাকিস্তান দল নিয়ে বড় মন্তব্যও করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এই পাকিস্তান দল তাদর সময়কার দলের থেকে পুরোপুরি আলাদা বলার পাশাপাশি বাবরদের ব্যাটিং লাইনের চাপ সামলানোর একেবারেই ক্ষমতা নেই বলে জানান সৌরভ।
advertisement
সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারত-পাকিস্তান ম্যাচ ও বাবরদের হতাশাজনক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হয় সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,”আমাদের সময়ে পাকিস্তান অন্যরকম দল ছিল। আমরা যে পাকিস্তান দলের বিরুদ্ধে খেলতে অভ্যস্ত ছিলাম, সেই দলটা এরকম ছিল না মোটেও। পাকিস্তানের এই টিমটা ব্যাট করতে নেমে চাপ সামলাতেই পারে না”। এমন ব্যাটিং করলে বিশ্বকাপে বাবরদের ঘুড়ে দাঁড়ানো মুশকিল বলেও জানান সৌরভ গঙ্গোপাধ্যায়।
প্রসঙ্গত, ম্যাচে টসে দিতে বোলিং করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। প্রথমে ব্যাট করে ৪২.৫ ওভারে ১৯১ রান করে আউট হয়ে যায় পাকিস্তান। ভারতের ৫ বোলার ২টি করে উইকেট পায়। জবাবে ৩০.৩ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় টিম ইন্ডিয়া। ৭ উইকেটে ম্যাচ জেতে ভারত। টিম ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ ৮৬ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা। এছাড়া ৫৩ রান করেন শ্রেয়স আইয়ার।