ইনিংসের শুরু করেছিলেন রোহিত শর্মা। একটি ওয়াই ও একটি লেগ বাইতে রান নিয়ে স্টার্কে প্রথম ওভারে নন স্ট্রাইক এন্ডে যান ভারত অধিনায়ক। কিন্তু প্রথম ওভারের চতুর্থ বল ও নিজে প্রথম বলেই উইকেট ছুড়ে দিয়ে আসেন ঈশান কিশান। এক্ষেত্রে স্টার্কের বলে কোনও বিশেষ কেরামতি না থাকলেও অফ স্টাম্পের অনেক বাইরের বল ড্রাইভ করতে গিয়ে স্লিপে ক্যাচ দেন ঈশান।
advertisement
দ্বিতীয় ওভারের তৃতীয় বলে জস হ্যাজেলউডের ইন সুইং ডেলিভারি বুঝতে ভুল করেন রোহিত শর্মা। এলবিডব্লিউ আউট হন তিনি। রিভিউ নিলেও অল্পের জন্য আম্পায়ার্স কল পেয়ে যায় অস্ট্রেলিয়া। এরপর ক্রিজে এসে মাত্র ৩ বল ব্যাটিং ককে দ্বিতীয় ওভারে শেষ বলে ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান শ্রেয়স আইয়ার।
মাত্র ২ রান ৩ উইকেট হারিয়ে বসে টিম ইন্ডিয়া। প্রথম ৩ ব্যাটারের সকলেই শূন্য রানে আউট হন। ভারতীয় দলের হয়ে প্রথম খাতা খোলেন বিরাট কোহলি। তারপর কেএল রাহুল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্রিজে রয়েছেন কোহলি ও রাহুল। তবে শুরুতেই .েবাবে পরপর উইকেট খুইয়েছে ভারত তাতে ২০০ রানের টার্গেট চেজ করা সোজা হবে বলে মনে হচ্ছে না।
