এদিন টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। কিন্তু সেই সিদ্ধান্ত পুরোপুরি বুমেরাং হয়। ওপেনিং জুটিতে ধুরন্ত শুরু করে ইংল্যান্ড। একদিকে থেকে ঝোড়ো ব্যাটিং করেন ডেভিড মালান। অপরদিকে ঠান্ডা মাথায় ব্যাটিং করেন বজনি বেয়ারস্টো। ওপেনিং জুটিতে শতরানের পার্টনারশিপ করেন দুজন। ৫২ রান করে আউট হন বেয়ারস্টো।
advertisement
এরপর দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান জো রুট ও ডেভিড মালান। দুরন্ত ইনিংস খেলে নিজের শতরান পূরণ করেন মালান। অপরদিকে, আক্রমণাত্মক ব্যাটিং করেন জো রুট। তিনিও হাফ সেঞ্চুরি করেন। ১৫১ রানের পার্টনারশিপ করেন মালান ও রুট। মালান আউট হন ১৪০ রান করে ও রুট করেন ৮২ রান। কিন্তু এই দুই ব্যাটার আউট হওয়ার পর ইংল্যান্ডে ইনিংসে তেমন কোনও বড় স্কোর নেই। একটা সময় মনে হচ্ছিল ৪০০-পাক হবে স্কোর। কিন্তু শে। পর্যন্ত ৯ উইকেট ৩৬৪-তে থামতে হয় বিশ্বজয়ীদের।