তবে শুধু ম্যাক্সওয়েল নয়, ম্যাচে শতরান করলেন অস্ট্রেলিয়ার অপর তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। ৯৩ বলে ১০৪ রানের ইনিংস খেলেন তিনি। তাছাড়া মিডল অর্ডারে দলের ইনিংসে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশেন। ৬৮ বলে ৭১ করেন স্টিভ স্মিথ ও ৪৭ বলে ৬২ রানের মারকাটারি ইনিংস খেলেন লাবুশেন।
শুরু থেকেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভাল ব্যাটিং করে ৫ বারের বিশ্বজয়ীরা। তবে সকলকে ছাপিয়ে যান গ্লেন ম্যাক্সওয়েল। দীর্ঘ দিন পর তাঁকে ফের দেখা যায় রণংদেহী মেজাজে। একের পর এক মারকাটির শট খেলেন স্লগ ওভারে। মাত্র ৪০ বলে শতরান পূরণ করেন ম্যাক্সি। ৪৪ বলে ১০৬ রানের ইনিংস খেলেন ম্যাক্সি। ৯টি চার ও ৮টি ছয়ে সাজানো ম্যাক্সওয়েলের ইনিংস।
advertisement
এদিন ডাচদের বোলিং নিয়ে রীতিমত ছেলেখেলা করে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৯৯ রান করে অস্ট্রেলিয়া। ১২ রান করে প্যাট কামিন্স ও ১ রানে অ্যাডাম জাম্পা অপরাজিত থাকেন। তবে এদিনের গ্লেন ম্যাক্সওয়লের ইনিংস দীর্ঘ দিন মনে থেকে যাবে ক্রিকেট প্রেমিদের।