TRENDING:

ODI World Cup 2023: বিশ্বকাপের দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া, ৫ বারের চ্যাম্পিয়নদের দলে একাধিক চমক

Last Updated:

Australia Announce 18 Players Squad For Upcoming ICC Cricket World Cup 2023: আইসিসির নির্ধারিত দিনের অনেক আগেই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া। প্রাথমিকভাবে ১৮ জনের দল ঘোষণা করেছে ব্যাগি গ্রিণরা। সেখান থেকে চূড়ান্ত ১৫ জনকে বেছে নেওয়া হবে বলে জানানো হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেলবোর্ন: ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে আইসিসি একদিনের বিশ্বকাপ ২০২৩। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। বিশ্বকাপের জন্য দল ঘোষণা করার জন্য ৫ সেপ্টেম্বর শেষ দিন ধার্য করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। আইসিসির নির্ধারিত দিনের অনেক আগেই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া। প্রাথমিকভাবে ১৮ জনের দল ঘোষণা করেছে ব্যাগি গ্রিণরা। সেখান থেকে চূড়ান্ত ১৫ জনকে বেছে নেওয়া হবে বলে জানানো হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে।
advertisement

অস্ট্রেলিয়া যে ১৮ জনের দল ঘোষণা করেছে তাতে রয়েছে একাধিক চমক। দলের অধিনায়ক প্যাট কামিন্স। যদিও তাঁর কব্জিতে চোট রয়েছে। তবে বিশ্বকাপের আগে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে জানা গিয়েছে। দলে ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল মার্শ, মার্কাস স্টয়নিস, মিচেল স্টার্কদের মত সব বড় নাম রয়েছে। কিন্তু দলে রাখা হয়নি মার্নাস লাবুশানের মত তারকা ব্যাটারকে। মূলত টেস্ট দলের প্রধান সদস্য হলেও অস্ট্রেলিয়াক শেষ ৩৮টি ওডিআই ম্যাচের ৩০টি-তেই খেলেছিলেন লাবুশানে। ফলে টেস্ট বিশ্বকাপ জেতার স্বপ্নপূরণ হলেও ওডিআই বিশ্বকাপ এখনই খেলা হচ্ছে না অজি তারকার।

advertisement

এর পাশাপাশি ভারতের মাটিতে যেহেতু বিশ্বকাপ, তাই অস্ট্রেলিয়া দলে একাধিক স্পিনার রাখা হয়েছে। এমনকি ২ জন এমন স্পিনারকে ১৮ জনের প্রাথমিক দলে রাখা হয়েছে যাদের এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। লেগ স্পিনার তনবির সাঙ্গা ও অলরাউন্ডার অ্যারন হার্ডিকে দলে নেওয়া হয়েছে। বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজ, ৫ ম্যাচের ওডিআই সিরিজ ও ভারতের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলবে অজিরা। এই সিরিজে নতুন স্পিনারদের খেলিয়ে দেখার সুযোগ পাওয়া যাবে। এই ৩ সিরিজ থেকেই চুড়ান্ত ১৫ জন বেছে নেবে অস্ট্রেলিয়া। ৫ বারের চ্যাম্পিয়নদের দল ঘোষণার মধ্য দিয়ে বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গেল তা বলাই যায়।

advertisement

আরও পড়ুনঃ IND vs WI 2nd T20: ১২ বছর পর লজ্জার রেকর্ড ভারতের, শেষ ৩ ম্যাচ টিম ইন্ডিয়ার কাছে ‘ডু অর ডাই’

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বিশ্বকাপের জন্য ঘোষিত অস্ট্রেলিয়ার ১৮ জনের প্রাথমিক দল: প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারে, নেথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজ়লউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তনবির সাঙ্গা, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ODI World Cup 2023: বিশ্বকাপের দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া, ৫ বারের চ্যাম্পিয়নদের দলে একাধিক চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল