TRENDING:

ODI World Cup 2023: বিশ্বকাপের জন্য চূড়ান্ত ভারতীয় দল, ১৫ জনের দলে জায়গা হল না ২ তারকার

Last Updated:

Indian Team finalised For Upcoming ODI World Cup 2023: পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের প্রথম ম্যাচ যখন বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার রাতেই বিশ্বকাপের প্রাথমিক দল তৈরি করে ফেলল ভারতীয় ক্রিকেট বোর্ড। মধ্য রাতে বৈঠকে বসে ১৫ জনের দল বেছে নিয়েছে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের প্রথম ম্যাচ যখন বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার রাতেই বিশ্বকাপের প্রাথমিক দল তৈরি করে ফেলল ভারতীয় ক্রিকেট বোর্ড। আইসিসির নিয়ম অনুযায়ী ৫ সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিক দল জমা দিতে হত। আর চুড়ান্ত দল জমা দেওয়ার শেষ তারিখ ২৮ সেপ্টেম্বর। তাই পাকিস্তান ম্যাচেির পরই বৈঠকে বসেন বিসিসিআইয়ের নির্বাচন কমিটি। মধ্য রাতে বৈঠকে বসে ১৫ জনের দল বেছে নিয়েছে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি।
কোন অঙ্কে এশিয়া কাপের সুপার ফোরে যাবে টিম ইন্ডিয়া
কোন অঙ্কে এশিয়া কাপের সুপার ফোরে যাবে টিম ইন্ডিয়া
advertisement

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পররক ৩টি ওডিআইতে অর্ধশতরান ও পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে প্রবল চাপের মুহূর্তে ৮২ রানের ইনিংস খেলে ইশান কিশান বিশ্বকাপেক প্রাথমিক দলে জায়গা করে নিয়েছেন । যার ফলে বিশ্বকাপের প্রাথমিক দলে জায়গা হয়নি সঞ্জু স্যামসনের। এছাড়া কেএল রাহুলের বিশ্বকাপ খেলতে কোনও অসুবিধা না থাকায় কিপিং অপশন হিসেবে তিনিও থাকছেন। ফলে ফের একবার হতাশাই সাঙ্গ হল সঞ্জু স্যামসনের। এছাড়া বিশ্বকাপের দলে জায়গা হয়মি পেসার প্রসিদ্ধ কৃষ্ণারও।

advertisement

বিশ্বকাপের যে প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে তাতে খুব একটা চমকের কিছু নেই। ব্যাটিং লাইনে থাকছেন রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার এবং সূর্যকুমার যাদব। কিপার-ব্যাটার হিসেবে রয়েছেন কেএল রাহুল ও ইশান কিশান। দলে অলরাউন্ডার বিভাগকেও খুবই শক্তিশালী করা হয়েছে। জায়গা পেয়েছেন হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং শার্দুল ঠাকুর। পেস বোলিং অ্যাটাকে জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ। স্পিন অ্যাটাকে একমাত্র কুলদীপ যাদব।

advertisement

আরও পড়ুনঃ  IND vs PAK, Asia Cup 2023: আঙুল উঁচিয়ে ইশানকে মাঠের বাইরে যেতে বললেন, রউফের অসভ্যতার সমালোচনায় নেট দুনিয়া

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এক ঝলকে দেখে নিন আসন্ন ওডিআই বিশ্বকাপে ২০২৩-এ টিম ইন্ডিয়ার প্রাথমিক স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল , বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, কেএল রাহুল (উইকেটকিপার), ইশান কিশান (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ODI World Cup 2023: বিশ্বকাপের জন্য চূড়ান্ত ভারতীয় দল, ১৫ জনের দলে জায়গা হল না ২ তারকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল