ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পররক ৩টি ওডিআইতে অর্ধশতরান ও পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে প্রবল চাপের মুহূর্তে ৮২ রানের ইনিংস খেলে ইশান কিশান বিশ্বকাপেক প্রাথমিক দলে জায়গা করে নিয়েছেন । যার ফলে বিশ্বকাপের প্রাথমিক দলে জায়গা হয়নি সঞ্জু স্যামসনের। এছাড়া কেএল রাহুলের বিশ্বকাপ খেলতে কোনও অসুবিধা না থাকায় কিপিং অপশন হিসেবে তিনিও থাকছেন। ফলে ফের একবার হতাশাই সাঙ্গ হল সঞ্জু স্যামসনের। এছাড়া বিশ্বকাপের দলে জায়গা হয়মি পেসার প্রসিদ্ধ কৃষ্ণারও।
advertisement
বিশ্বকাপের যে প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে তাতে খুব একটা চমকের কিছু নেই। ব্যাটিং লাইনে থাকছেন রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার এবং সূর্যকুমার যাদব। কিপার-ব্যাটার হিসেবে রয়েছেন কেএল রাহুল ও ইশান কিশান। দলে অলরাউন্ডার বিভাগকেও খুবই শক্তিশালী করা হয়েছে। জায়গা পেয়েছেন হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং শার্দুল ঠাকুর। পেস বোলিং অ্যাটাকে জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ। স্পিন অ্যাটাকে একমাত্র কুলদীপ যাদব।
এক ঝলকে দেখে নিন আসন্ন ওডিআই বিশ্বকাপে ২০২৩-এ টিম ইন্ডিয়ার প্রাথমিক স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল , বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, কেএল রাহুল (উইকেটকিপার), ইশান কিশান (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব।