TRENDING:

মুনরোর সেঞ্চুরির পর কিউই বোলারদের দাপট, রাজকোটে সিরিজ ১-১ করল নিউজিল্যান্ড

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নিউজিল্যান্ড: ১৯৬/ ২ ( ২০ ওভার)
advertisement

ভারত: ১৫৬/৭ ( ২০ ওভার)

নিউজিল্যান্ড জয়ী ৪০ রানে 

#রাজকোট: ওয়ান ডে হোক বা টি২০ ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জেতাটা যে খুব একটা সহজ টাস্ক হবে না, সেটা সিরিজ শুরুর আগে হয়তো বিশেষ আন্দাজ করতে পারেননি কোহলিরা ৷অন্যদিকে ভারত সফরে আসার আগে মেন ইন ব্লু’দের নিয়ে ব্ল্যাক ক্যাপসরা যে ভালমতোই হোমওয়ার্ক করে এসেছেন, সেটা এখন প্রতি ম্যাচেই ভালমতো টের পাওয়া যাচ্ছে ৷ রাজকোটে আজ, শনিবার ভারতের আরও একটা সিরিজ জয় দেখার অপেক্ষায় প্রত্যেকে বসে থাকলেও, সেটা এদিন অন্তত হল না ৷নিউজিল্যান্ডের কাছে ৪০ রানে হার হজম করল ভারত ৷ এর ফলে সিরিজের ফয়সালা হবে ৭ তারিখ তিরুবনন্তপুরমের নতুন মাঠ গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামেই ৷

advertisement

রাজকোটে  নিউজিল্যান্ডের জয়ের কারিগর অবশ্যই ওপেনার কলিন মুনরো ৷ মাত্র ৫৮ বলে ১০৮ রান করে শেষপর্যন্ত অপরাজিত থেকে যান তিনি ৷ মেরেছেন ৭টি চার এবং ৭টি বিশাল ছক্কা ৷ রাজকোটের মাঠ বরাবরই ব্যাটসম্যানদের স্বর্গরাজ্য ৷ পাটা ব্যাটিং উইকেটের ব্যবহারটা এদিন ভালমতোই করেছেন মুনরো এবং অন্যান্য কিউই ব্যাটসম্যানরা ৷ আরেক ওপেনার মার্টিন গাপ্তিল করেন ৪৫ রান ৷

advertisement

১৯৭ রানের লক্ষ্যমাত্রা একেবারেই সহজ কাজ ছিল না ৷ কিন্তু ভারতীয় ব্যাটিংয়ের যা গভীরতা তাতে কাজটা অসম্ভবও ছিল না ৷কিন্তু শুরুতেই দুই ওপেনার শিখর ধাওয়ান  (১) এবং রোহিত শর্মা (৫)  আউট হওয়াতে কিছুটা চাপে পড়ে যায় ভারত ৷২৩ রানের বেশি করতে পারেননি তিন নম্বরে নামা শ্রেয়স আইয়ারও৷কিন্তু চার নম্বরে যখন বিরাট কোহলি আছেন, তখন শেষ আশা একটা করা যেতেই পারে ৷ এদিন চাপের মুখেও ৪২ বলে ৬৫ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে যান তিনি ৷ কিন্তু স্যান্টনারের বলে বিরাট আউট হতেই ভারতের জয়ের যাবতীয় আশা শেষ হয়ে যায় ৷ কারণ ততক্ষণে মহেন্দ্র সিং ধোনি বাদে বাকি সব ব্যাটসম্যানই প্যাভিলিয়ানে ফিরে গিয়েছেন ৷ মাহি শেষপর্যন্ত ৪৯ রান করে আউট হন ৷নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ট এদিন চারটে উইকেট নিয়েছেন ৷ অন্যদিকে বল হাতে দুর্দান্ত ছিলেন দুই কিউই স্পিনার সোধি এবং স্যান্টনারও ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
মুনরোর সেঞ্চুরির পর কিউই বোলারদের দাপট, রাজকোটে সিরিজ ১-১ করল নিউজিল্যান্ড