TRENDING:

মাদ্রিদে মমতা- লা লিগা বৈঠকে নেই ইস্টবেঙ্গল, লাল হলুদের চোখ এখন বার্সেলোনার বৈঠকে

Last Updated:

বৃহস্পতিবার রাতে মিউনিখ হয়ে মাদ্রিদ পৌঁছবেন ইস্টবেঙ্গলের রূপক সাহা। উপহার হিসেবে ক্লাব জার্সি ও শতবর্ষের মুদ্রা নিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পারাদীপ ঘোষ, কলকাতা: সত্যি হল আশঙ্কা। স্পেনের রাজধানী মাদ্রিদে লা লিগা কর্তাদের সঙ্গে দৌত্য সভায় হাজির থাকা হচ্ছে না ইস্টবেঙ্গলের কোনও প্রতিনিধির। বৃহস্পতিবার লা লিগা কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কলকাতা ময়দানের ফুটবল কর্তাদের। বৈঠকে থাকার কথা লা লিগার চেয়ারম্যান জেভিয়ার তেভেজের।
মাদ্রিদে মমতা- লা লিগা বৈঠকে নেই ইস্টবেঙ্গল, লাল হলুদের চোখ এখন বার্সেলোনার বৈঠকে
মাদ্রিদে মমতা- লা লিগা বৈঠকে নেই ইস্টবেঙ্গল, লাল হলুদের চোখ এখন বার্সেলোনার বৈঠকে
advertisement

বৈঠকে উপস্থিত থাকতে লন্ডন থেকে বুধবার রাত্রে পৌঁছে গিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভরা রয়েছেন মাদ্রিদের ফোর সিজন হোটেলে। এই হোটেলেই রয়েছেন মোহনবাগানের প্রতিনিধি সচিব দেবাশীষ দত্ত এবং মহমেডানের প্রতিনিধি সচিব ইসতিয়াক আহমেদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন হোটেল রিৎজে।

আরও পড়ুন-২৮ সেপ্টেম্বর কলকাতায় মুরলীর বায়োপিক ‘৮০০’-এর ট্রেলার লঞ্চ, বন্ধু মুথাইয়া মুরলীধরনের বায়োপিকের ট্রেলার লঞ্চ করবেন সৌরভ

advertisement

মাদ্রিদ বিমানবন্দরে পৌঁছানো মাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সঙ্গে আগত প্রতিনিধিদের উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয় দূতাবাসের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত প্রতিনিধিদের তিনটি পৃথক হোটেলে থাকার ব্যবস্থা করা হয়।

এত দূর তো ঠিকই চলছিল! তাল কাটল এরপরেই। মাদ্রিদে ফুটবল বিষয় মিটিং অথচ সেই মিটিংয়ে উপস্থিত থাকতে পারছেন না ইস্টবেঙ্গলের কোনও প্রতিনিধি। ইস্টবেঙ্গল প্রতিনিধি সহ-সচিব রূপক সাহা বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দিল্লিতে রয়েছেন। বৃহস্পতিবার রাতে দিল্লি থেকে উড়ান ধরে মিউনিখ হয়ে মাদ্রিদ পৌঁছবেন শুক্রবার সকালে। অর্থাৎ মাদ্রিদের প্রথম বৈঠকে থাকা হচ্ছে না লালু হলুদের কোনও প্রতিনিধির। ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার অবশ্য পুরো ঘটনাটার জন্য দুর্ভাগ্যকেই দায়ী করছেন।

advertisement

আরও পড়ুন– এক ফ্রেমে কুয়াদ্রাত ও লোবেরা! ইস্টবেঙ্গল নিয়ে আড্ডায় বিভোর দুই স্প্যানিয়ার্ড

প্রাথমিকভাবে ইস্টবেঙ্গল সভাপতি প্রণব দাশগুপ্তর মাদ্রিদ যাওয়ার কথা হয়েছিল। অসুস্থতার কারণে শেষ সময়ে প্রণববাবুর পরিবর্তে ক্লাবের সহ-সচিব রূপক সাহাকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে। সেই মতো দিল্লিতে ভিসার আবেদনও করা হয়। দিল্লী পৌঁছে যান সহ-সচিব রূপক সাহা। সেখানে ভিসা পেতে দেরি হয় ইস্টবেঙ্গল সহ-সচিবের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বৃহস্পতিবার রাতের উড়ানে মাদ্রিদ রওনা হওয়ার কথা তাঁর। তবে মাদ্রিদের বৈঠকে না থাকলেও ১৬ই সেপ্টেম্বর বার্সেলোনার বৈঠকে নিজেদের গুরুত্ব এবং উপস্থিতি বোঝানোর জন্য যথেষ্ট হোমওয়ার্ক সেরেই যাচ্ছেন রূপকবাবু। উপহার হিসেবে সঙ্গে নিয়ে যাচ্ছেন ক্লাবের জার্সি, শতবর্ষের মুদ্রা ও উত্তরীয়।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
মাদ্রিদে মমতা- লা লিগা বৈঠকে নেই ইস্টবেঙ্গল, লাল হলুদের চোখ এখন বার্সেলোনার বৈঠকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল