আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পেলেন বিরাট কোহলি, ওপেন করবেন কি?
শুধু কলকাতা নাইট রাইডার্সই নয়, আরও তিনটি আইপিএল দলের কোনও ক্রিকেটার নেই টি২০ বিশ্বকাপের ভারতীয় দলে। মুম্বই থেকেই সর্বোচ্চ চার জন খেলোয়ার রয়েছেন ভারতীয় দলে, যার মধ্যে রয়েছেন— রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া, সূর্যকুমার যাদব এবং যশপ্রীত বুমরা। এছাড়াও তিন জন করে ক্রিকেটার সুযোগ পেয়েছেন রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালস দল থেকে। ধোনির সিএসকে এবং কোহলির আরসিবি থেকে দু’জন করে খেলোয়ার রয়েছেন ভারতীয় দলে।
advertisement
দিল্লি থেকে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন ঋষভ পান্থ, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল, রাজস্থান থেকে ভারতীয় দলে আছেন যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন এবং যুজবেন্দ্র চাহাল। আরসিবি থেকে বিরাট ছাড়াও রয়েছেন মহম্মদ সিরাজ, সিএসকে থেকে বিশ্বকাপের দলে শিবম দুবে এবং রবীন্দ্র জাদেজা। এ ছাড়াও পঞ্জাব কিংস থেকে ১৫ সদস্যের দলে রয়েছেন অর্শদীপ সিং।
আরও পড়ুন: যৌন কেলেঙ্কারি বিতর্কে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার নাতিকে সাসপেন্ড করল দল
প্রসঙ্গত, আইপিএলের ১০টি দলের মধ্যে কেকেআর ছাড়াও তিনটি দল থেকে এবার বিশ্বকাপের চূড়ান্ত দলে কেউই সুযোগ পাননি, সেই দলগুলি হল গুজরাত টাইটান্স, লখনউ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দরাবাদ।