লিডসে চতুর্থ পেসারের জন্য ভারত বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে বেছে নিয়েছিল, ব্যাটিং অলরাউন্ডারের পরিবর্তে। কিন্তু শার্দুলের পারফরম্যান্স বল এবং ব্যাট—দু’দিক থেকেই হতাশাজনক ছিল। রায়ান টেন দুশখাতে ইঙ্গিত দিয়েছেন, নীতীশ রেড্ডির ম্যাচে সুযোগ পাওয়ার সময় চলে এসেছে।
তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, “সে খেলার একেবারে কাছাকাছি আছে। অস্ট্রেলিয়ায় ওর পারফরম্যান্স দুর্দান্ত ছিল। দলে এসে যেভাবে খেলেছে, সেটা অসাধারণ। আগের ম্যাচে আমরা ভারসাম্য রক্ষার জন্য বোলিং অলরাউন্ডার নিতে চেয়েছিলাম। আমরা ভেবেছিলাম শার্দুল বোলিং দিক থেকে একটু এগিয়ে। কিন্তু এখন আমরা দলকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছি, যাতে একজন ব্যাটিং অলরাউন্ডার নেওয়া যায়। নীতীশ বর্তমানে আমাদের প্রধান ব্যাটিং অলরাউন্ডার। তাই বলব, এই টেস্টে ওর খেলার সম্ভাবনা খুব উজ্জ্বল।”
advertisement
এছাড়া দ্বিতীয় টেস্টে জসপ্রীত বুমরাহের খেলার সম্ভাবনা নিয়ে ভারতীয় দলের সহকারি কোচ বলেন, “বুমরাহ দ্বিতীয় ম্যাচের জন্য উপলব্ধ। আমরা শুরু থেকেই জানতাম যে সে ৫টি ম্যাচের মধ্যে ৩টি খেলবে। প্রথম ম্যাচের পর তাকে ৮ দিনের বিশ্রাম দেওয়া হয়েছে। কিন্তু পরিস্থিতি এবং তার ওয়ার্কলোড বিবেচনা করে আমরা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। আমাদের অন্য খেলোয়াড়দের ওয়ার্কলোডও মূল্যায়ন করতে হবে। তাই কারিগরি দিক থেকে, হ্যাঁ, সে উপলব্ধ। কিন্তু সে খেলবে কি না, সেটা আমরা এখনো ঠিক করিনি।”