মনু ভাকেরকে শুভেচ্ছা জানিয়ে নীতা আম্বানি জানিয়েছেন, “একটি অবিশ্বাস্য মুহূর্ত! আমাদের সর্বকনিষ্ঠ মহিলা শুটার প্যারিস ২০২৪ অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতে ভারতের পদক তালিকার সূচনা করেছে। অভিনন্দন, মনু ভাকের! অলিম্পিক্সে ১০ মিটার এয়ার পিস্তলে জয়ী প্রথম ভারতীয় মহিলা এবং আমাদের সর্বকনিষ্ঠ ভারতীয় শুটার হিসাবে আপনি ইতিহাস তৈরি করেছেন। আমি নিশ্চিত আপনার আজকের সাফল্য ভারত জুড়ে তরুণ ক্রীড়াবিদদের বড় স্বপ্ন দেখতে এবং তাদের সব কিছু দিতে অনুপ্রাণিত করবে। ভারতের পতাকা এইভাবে শীর্ষে রাখুন। গো ইন্ডিয়া গো আমাদের সবাইকে গর্বিত কর!”
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শুভেচ্ছা জানিয়েছেন মনু ভাকেরকে। পদক জয়ী শুটারের ভূয়সী প্রশংসা করেছেন নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে মোদী লিখেছেন,”সাবাশ মনু ভাকের। প্যারিস অলিম্পিক্স ২০২৪-এ ভারতের প্রথম পদক জয়ের জন্য, ব্রোঞ্জ জয়ের জন্য অভিনন্দন। এই সাফল্য আরও বিশেষ কারণ, তিনি ভারতের হয়ে শ্যুটিংয়ে পদক জয়ী প্রথম মহিলা হয়েছেন৷”
প্রসঙ্গত, শনিবার কোয়ালিফাইং রাউন্ডেই দেশকে পদক জেতানোর স্বপ্ন দেখিয়েছিলেন মনু ভাকের। কোয়ালিফাইং রাউন্ডে ৩ নম্বরে শেষ করেছিলেন মনু। ফাইনালেও ছন্দ অব্যাহত রাখলেন মনু ভাকের। ফাইনালে প্রথম এবং দ্বিতীয় স্থানে শেষ করলেন দক্ষিণ কোরিয়ার প্রতিযোগী। প্রথম স্থানে ও ইয়ে জিন পেলেন ২৪৩.২ পয়েন্ট, দ্বিতীয় স্থানে শেষ করা কিম ইয়ে জির সংগ্রহ ২৪১.৩ পয়েন্ট।
তৃতীয় স্থানে মনু ভাকেরের সংগ্রহ ২২১.৭ পয়েন্ট। মাত্র ০.১ পয়েন্টের জন্য রুপোর পদক হাতছাড়া হয়েছে মনু ভাকেরের। হরিয়ানার শুটারের কাছে প্রথম থেকেই পদকের আশা ছিল। প্রত্যাশার চাপ নিয়ে দেশবাসীর স্বপ্নপূরণ করলেন মনু ভাকের। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তারকা শুটার।