জাতীয় অলিম্পিক সংস্থায় সদস্য না হওয়া সত্ত্বেও নীতার সরাসরি আইওসি-তে নির্বাচিত হওয়া সেদিক থেকে আলাদা তাৎপর্যের। দেশে খেলাধুলোর প্রসারে তাঁর অগ্রনী ভূমিকার জন্যই বিরল এই সম্মান পেলেন একইসঙ্গে ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল এবং আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির মালকিন।
advertisement
এই বিরল সম্মান পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত নীতা ৷ তিনি বলেন, ‘‘ আইওসির দ্বারা নির্বাচিত হতে পেরে আমি গর্বিত ৷ বিশ্বের মঞ্চে ভারতকে প্রতিনিধিত্ব করা এবং ভারতীয় মহিলাদের জন্য প্রতিনিধিত্ব করতে পেরে আমি দারুণ খুশি ৷ তরুণ সমাজের উন্নতির জন্য আমি সবসময় খেলাধূলাকে সবচেয়ে বেশি শক্তিশালী মনে করি ৷ আমি মনে করি খেলাধূলা সব ধরণের সম্প্রদায়, সংস্কৃতি এবং প্রজন্মকে এক সূত্রে বাঁধতে সাহায্য করে ৷ অলিম্পিক এবং ক্রীড়াক্ষেত্রের স্পিরিটটা গোটা দেশে ছড়িয়ে দেওয়ার কাজটাই করে যেতে চাই আমি ৷ ’’