এশিয়ান গেমস এবং প্যারা এশিয়াডে ভারতের সাফল্যের কথা তুলে ধরলেন নির্মলা সীতারমন। এদিন তিনি বলেন, বৃহস্পতিবার সীতারামন বলেন, “এবার এশিয়ান গেমসে ভারতের ক্রীড়াবিদরা ইতিহাস লিখেছেন। সব থেকে বেশি পদক জিতেছেন তাঁরা। প্রজ্ঞানন্দ এবার বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে টেক্কা দিয়েছে। আমাদের দেশে ২০১০ সালে গ্র্যান্ডমাস্টারের সংখ্যা ছিল ২০। এখন সেটা ৮০-র বেশি।”
advertisement
আরও পড়ুন- ফের কি বিয়ে করতে চলেছেন সানিয়া মির্জা? টেনিস সুন্দরীর ভাইরাল পোস্ট ঘিরে জল্পনা
মাত্র ১৮ বছর বয়সে বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেনকে জোর টক্কর দেন প্রজ্ঞানন্দ। হারলেও ক্যান্ডিডেটসে জায়গা করে নিতে পেরেছিলেন তিনি। সব থেকে বড় কথা, দেশবাসীর মন জিতেছিলেন তিনি। তাঁর প্রজ্ঞা দেখে অনেকেরই বিশ্বনাথন আনন্দের কথা মনে পড়েছিল।
আরও পড়ুন- মেসির সঙ্গে বার্সায় খেলা ফুটবলার ইস্টবেঙ্গলে, আরও শক্তি বাড়ল লাল-হলুদের
দাবা বিশ্বকাপের ফাইনাল খেলেন প্রজ্ঞানন্দ। বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় দাবারু হিসেবে। এটাও একটা বড় রেকর্ড। টাইব্রেকারে তাঁকে হারিয়ে দেন কার্লসেন।