TRENDING:

কলম্বোয় নতুন বলে ভেল্কি দেখালেন উনাদকাট, শঙ্কর

Last Updated:

কলম্বোয় ত্রিদেশীয় সিরিজে জয়ে ফিরল রোহিতের ভারত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলম্বো: কলম্বোয় ত্রিদেশীয় সিরিজে জয়ে ফিরল রোহিতের ভারত। প্রেমাদাসায় বাংলাদেশের বিরুদ্ধে জয় ৬ উইকেটে। প্রথমে ব্যাট করে ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৩৯ রানের বেশি এগোয়নি টাইগাররা। অভিষেক ম্যাচে ব্যর্থ হলেও বল হাতে ভেল্কি দেখালেন বিজয় শঙ্কর।
advertisement

নতুন বলে অবশ্য প্রাথমিক ধাক্কাটা দেন জয়দেব উনাদকাট। বাংলাদেশের ইনিংসকে এরপর টেনে নিয়ে যায় সাব্বিরের ৩০ এবং লিটনের ৩৪। ব্যাট করতে নেমে আবার ব্যর্থ অধিনায়ক রোহিত। ৩ নম্বরে প্রোমোশন হলেও দাগ কাটতে পারলেন না পন্থ। প্রাথমিক ধাক্কা সামলালেন ধাওয়ান। ফিরলেন ৫৫-তে। পরে রায়না, মণীশের ব্যাটে ১ ওভারেরও বেশি হাতে রেখে জয় ছিনিয়ে নেয় রোহিত ব্রিগেড।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
কলম্বোয় নতুন বলে ভেল্কি দেখালেন উনাদকাট, শঙ্কর