টি-২০ ক্রিকেটে বিশাল বিশাল ছক্কা উপহার দিয়েছেন ক্রিস গেইল। এতদিন এক বছরে টি-২০ ক্রিকেটে এক বছরে সবথেকে বেশি ছয় মারার রেকর্ডও ছিল গেইলের দখলে। ২০১৫ সালে এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক ১৩৫টি ছয় মেরেছিলেন ক্রিস গেইল। ৯ বছর পর অবশেষে সেই রেকর্ড ভেঙে দিলে নিকলাস পুরান। তাও মাত্র ৮ মাসে।
বর্তমানে দারুণ ফর্মে রয়েছে ক্যারিবিয়ান তারকা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অনবদ্য ব্যাটিং করছেন তিনি। ব্যাট হাতে মাঠে নামলেই ছক্কার বন্যা বইয়ে দিচ্ছে ক্যারিবিয়ান তারকা। নিকোলাস পুরানের চলতি বছরে পরিসংখ্যান যথেষ্ট ঈর্ষণীয়। এখনও পর্যন্ত ২০২৪ সালে ২০ ওভারের ক্রিকেটে ১৩৯টি ছয়ে মেরে দিয়েছেন তিনি। হাতে রয়েছে এখওন ৪ মাস।
advertisement
আরও পড়ুনঃ KKR News: কেকেআর থেকে বাদ একাধিক তারকা! নিলামের আগেই বড় ধামাকা করবে নাইটরা? জানুন বিস্তারিত
নিজের ওই ফর্ম নিয়ে খুবই খুশি নিকোলাস পুরান। ক্রিস গেইলের রেকর্ড ভাঙতে পেরে গর্বিত তিনি। তবে নিজের থেকে গেইলকে এগিয়ে রেখেছেন নিকোলাস পুরান। এখন দেখার এখনও চার মাসে ছয়ের সংখ্যাটা কোথায় নিয়ে যান ক্যারিবিয়ান তারকা।