বিগত ৬ বছর পিএসজিতে কাটিয়েছেন নেইমার। এর আগে বার্সেলোনা থেকে রেকর্ড ট্রান্সফার ফি-তে ফরাসী ক্লাবে যোগ দিয়েছিলেন তিনি। পিএসজি সৌদি প্রো লিগের ক্লাবে খেলতে নেইমারকে ছাড়পত্র দিচ্ছে। বিবিসি-র খবর অনুযায়ী ব্রাজিলিয়ান সুপারস্টারকে পেতে পিএসজিকে ১০০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিতে হচ্ছে। আর নেইমারের সঙ্গে ২ বছরের চুক্তি হচ্ছে আল হিলালের। পরে আরও এক বছর চুক্তি বাড়ানো হতে পারে। আল হিলালে বার্ষিক ১৬০ মিলিয়ম ইউরো পাবেন নেইমার। ভারতীয় টাকায় যার পরিমাণ প্রায় ১৪৫০ কোটি টাকা। ২ বছরে মোট ৩১০ মিলিয়ন ইউরো পাচ্ছেন নেইমার।
advertisement
নেইমারের দল বদলের খবর রীতিমত হইচই ফেলে দিয়েছে ফুটবল বিশ্বে। শোনা যাচ্ছিল নিজের পুরনো ক্লাব বার্সাতেও ফিরতে পারেন নেইমার। তবে বার্সা কোচ জাভি খুব একটা সম্মতি দেননি। অবশেষে সৌদি পারি দিচ্ছেন নেইমার। ব্রাজিল তারকার সঙ্গে এখন অফিসিয়ালি দুটি কাজই বাকি রয়েছে আল হিলাল কর্তৃপক্ষের। এক নেইমারের স্বাস্থ্য পরীক্ষা ও দুই প্রয়োজনীয় কাগজপত্র চূড়ান্ত করে সই সেরে ফেলা। তা খুব দ্রুত হয়ে যাবে বলেই খবর। ফলে সৌদি আরবে মেসি-রোনাল্ডো দেখা না হলেও রোনাল্ডো-নেইমার দ্বৈরথ দেখা এখন শুধু সময়ের অপেক্ষা।