TRENDING:

Neymar: সৌদি প্রো লিগে নেইমারের আসা পাকা! রোনাল্ডোদের প্রতিদ্বন্দ্বি ক্লাব আল হিলালে ব্রাজিল তারকা

Last Updated:

Neymar: এবার সৌদির ফুটবল লিগে খেলতে যাওয়াটা একপ্রকার পাকা করে ফেললেন ব্রাজিলের মহাতারতা নেইমার জুনিয়র। আল হিলারে সঙ্গে নেইমারের চুক্তি সব কিছুই পাকা। সই শুধুই সময়ের অপেক্ষা মনে করা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্যারিস: বিশ্ব ফুটবল মানচিত্রে ক্রমশ তাদের প্রভাব-প্রতিপত্তির জানান দিচ্ছে সৌদি আরবের ফুটবল লিগ। একের পর এক মহাতারকাকে সই করিয়ে সৌদি প্রো লিগ একপ্রকার ‘আরব্য রজনী’ হয়ে উঠেছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আল নাসেরে ও করিম বেঞ্জিমা আগেই আল হিলালে যোগ দিয়েছিলেন। মেসির আরব পারির কথা উঠলেও শেষ পর্যন্ত তা হয়নি। কিন্তু এবার সৌদির ফুটবল লিগে খেলতে যাওয়াটা একপ্রকার পাকা করে ফেললেন ব্রাজিলের মহাতারকা নেইমার জুনিয়র। আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তি সব কিছুই পাকা। সই শুধুই সময়ের অপেক্ষা মনে করা হচ্ছে।
advertisement

বিগত ৬ বছর পিএসজিতে কাটিয়েছেন নেইমার। এর আগে বার্সেলোনা থেকে রেকর্ড ট্রান্সফার ফি-তে ফরাসী ক্লাবে যোগ দিয়েছিলেন তিনি। পিএসজি সৌদি প্রো লিগের ক্লাবে খেলতে নেইমারকে ছাড়পত্র দিচ্ছে। বিবিসি-র খবর অনুযায়ী ব্রাজিলিয়ান সুপারস্টারকে পেতে পিএসজিকে ১০০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিতে হচ্ছে। আর নেইমারের সঙ্গে ২ বছরের চুক্তি হচ্ছে আল হিলালের। পরে আরও এক বছর চুক্তি বাড়ানো হতে পারে। আল হিলালে বার্ষিক ১৬০ মিলিয়ম ইউরো পাবেন নেইমার। ভারতীয় টাকায় যার পরিমাণ প্রায় ১৪৫০ কোটি টাকা। ২ বছরে মোট ৩১০ মিলিয়ন ইউরো পাচ্ছেন নেইমার।

advertisement

আরও পড়ুনঃ India vs West Indies: এমন ৫ লজ্জার রেকর্ড আগে কখনও হয়নি, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ হেরে যা গড়ল ভারত

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নেইমারের দল বদলের খবর রীতিমত হইচই ফেলে দিয়েছে ফুটবল বিশ্বে। শোনা যাচ্ছিল নিজের পুরনো ক্লাব বার্সাতেও ফিরতে পারেন নেইমার। তবে বার্সা কোচ জাভি খুব একটা সম্মতি দেননি। অবশেষে সৌদি পারি দিচ্ছেন নেইমার। ব্রাজিল তারকার সঙ্গে এখন অফিসিয়ালি দুটি কাজই বাকি রয়েছে আল হিলাল কর্তৃপক্ষের। এক নেইমারের স্বাস্থ্য পরীক্ষা ও দুই প্রয়োজনীয় কাগজপত্র চূড়ান্ত করে সই সেরে ফেলা। তা খুব দ্রুত হয়ে যাবে বলেই খবর। ফলে সৌদি আরবে মেসি-রোনাল্ডো দেখা না হলেও রোনাল্ডো-নেইমার দ্বৈরথ দেখা এখন শুধু সময়ের অপেক্ষা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Neymar: সৌদি প্রো লিগে নেইমারের আসা পাকা! রোনাল্ডোদের প্রতিদ্বন্দ্বি ক্লাব আল হিলালে ব্রাজিল তারকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল