অস্ট্রেলিয়া: ১৩৪/৯ ( ২০ ওভার)
৮ রানে জয়ী নিউজিল্যান্ড
#ধরমশালা: কোনও বিশ্বকাপের আগেই তাদেরকে ফেভারিট হিসেবে ধরা হয় না ৷ ম্যাকালামবিহীন নিউজিল্যান্ডকে এবারের টি২০ বিশ্বকাপের শুরুতেও কেউই বিশেষ নম্বর দেয়নি ৷ কিন্তু কিউরা যে বরাবর তাঁদের ‘আন্ডারডগ’ ইমেজটা উপভোগ করেন টুর্নামেন্টের শুরুতেই সেটা ভালোমতোই টের পাওয়া যাচ্ছে ৷ নাগপুরের ঘূর্ণি পিচে টুর্নামেন্টের ফেভারিট ভারতকে হারানোর পর ধরমশালাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও শুক্রবার জয়ের ধরা বজায় রাখল নিউজিল্যান্ড ৷ চিরপ্রতিদ্বন্দ্বীদের এদিন উইলিয়ামসনরা হারালেন ৮ রানে ৷
advertisement
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ নির্ধারিত ২০ ওভারে বোর্ডে ৮ উইকেটে ১৪২ রান তোলার পর রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই হয় অস্ট্রেলিয়ার ৷ কিন্তু ওপেনাররা আউট হতেই বেকায়দায় পড়ে অস্ট্রেলিয়া ৷ এরপর মাঝের ওভারগুলোতে চূড়ান্ত ব্যর্থ অজি মিডল অর্ডার ৷ শেষপর্যন্ত আট রানে জয় ছিনিয়ে নিতে সফল নিউজিল্যান্ড ৷ দু’ম্যাচ খেলে দু’টোতেই জিতে লিগ টেবলে আপাতত শীর্ষে ব্ল্যাকক্যাপসরা ৷