মুম্বই: ৪৩১/৫
দ্বিতীয় দিনের শেষে ১০৭ রানে এগিয়ে মুম্বই ৷ হাতে রয়েছে ৫ উইকেট
#নয়াদিল্লি: সিরিজ শুরুর আগেই খারাপ খবর নিউজিল্যান্ডের জন্য ৷ চোটের জন্য প্রথম টেস্টের দলে নেই পেসার টিম সাউদি ৷ দলের ট্রেনিং সেশনে বাঁ-পায়ে ব্যাথা অনুভব করেন তিনি ৷ এর জন্য আর ঝুঁকি নেয়নি নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট ৷
advertisement
কানপুরে আগামী ২২ তারিখ থেকে শুরু হতে চলা প্রথম টেস্টের দলে সাউদিকে ছাড়াই ১৫ জনের দল ঘোষণা করল ব্ল্যাক ক্যাপসরা ৷ তবে টিম ম্যানেজমেন্ট সূত্রের খবর শুধু প্রথম টেস্টই নয়, গোটা সিরিজেই আর পাওয়া যাবে না সাউদিকে ৷ লিগামেন্টে ব্যাথার জন্য টেস্ট সিরিজে সাউদিকে না খেলিয়ে ওয়ান ডে সিরিজের আগে তাঁকে পুরোপুরি তৈরি করতে চায় নিউজিল্যান্ড ৷ ধরমশালায় ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে ৫ ম্যাচের ওয়ান ডে সিরিজ ৷
এদিকে কোটলায় প্রস্তুতি ম্যাচে বড় রান গড়তে সফল মুম্বই ৷ দ্বিতীয় দিনের শেষে মুম্বইয়ের সংগ্রহ ৫ উইকেটে ৪৩১ রান ৷ ইতিমধ্যেই ১০৭ রানে এগিয়ে রয়েছে তারা ৷ এই রান তুলতে দলের দুই ব্যাটসম্যানের ভূমিকাই সবচেয়ে বেশি ৷ তাঁরা হলেন কৌস্তভ পাওয়ার (১০০) এবং নাইট রাইডার্সের অল-রাউন্ডার সূর্যকুমার যাদব ( ১০৩) ৷ দু’জনের দুর্দান্ত সেঞ্চুরির দৌলতে কোটলায় প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে ভালমতোই অস্বস্তিতে কিউইরা ৷