TRENDING:

রোনাল্ডোর নতুন ‘পক্ষীরাজ’

Last Updated:

তাঁর মেজাজই শেষ কথা। তাঁর মর্জিই সব। তাই তো এবার ব্যক্তিগত সফরের জন্যই আস্ত একটা লাক্সারি জেট কিনে ফেললেন সি আর সেভেন। শখ মেটাতে খরচ করলেন ১৯ মিলিয়ন ইউরো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লিসবন:  তাঁর মেজাজই শেষ কথা। তাঁর মর্জিই সব। তাই তো এবার ব্যক্তিগত সফরের জন্যই আস্ত একটা লাক্সারি জেট কিনে ফেললেন সি আর সেভেন। শখ মেটাতে খরচ করলেন ১৯ মিলিয়ন ইউরো।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রোনাল্ডোর পক্ষীরাজের নাম গল্ফস্ট্রিম জি টু হান্ড্রেড। মূল্য ১৯ মিলিয়ন ইউরো। হ্যাঁ, এটাই সত্যি। মাল্টি মিলিয়নের মহার্ঘ্য লাক্সারি জেট-ই এবার ব্যক্তিগত সফরের জন্য কিনে ফেলেন সি আর সেভেন। বিলাসবহুল বাড়ি থেকে নামি-দামি গাড়ি কোনও কিছুরই অভাব ছিল না রোনাল্ডোর। এবার নতুন সংযোজন এই লাক্সারি জেট। ইজরায়েল এয়ারক্রাফট থেকেই সখ করে কিনে ফেলেছেন তিনি, এমনই দাবি এক বিখ্যাত স্প্যানিশ দৈনিকের। জেট-এর মধ্যে বিলাসিতার সব আয়োজনই প্রস্তুত। চেঞ্জিং রুমে ওয়ারড্রব থেকে বেডরুম। টেলিফোন, ফ্যাক্স, মাইক্রোওয়েব, ইলেকট্রিক ওভেন, ফ্রিজ। সব। থাকবে নাই বা কেন। রোনাল্ডোর মেজাজটাই যে আসল রাজা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
রোনাল্ডোর নতুন ‘পক্ষীরাজ’