অস্ট্রেলিয়ান অধিনায়ক পেনকে দুর্দান্ত একটি ডেলিভারিতে ফিরিয়ে দিলেন শার্দুল। তিনিও দেখালেন নতুন বলে সুইং করাতে দক্ষ তিনি। এই টেস্ট ভারত জিতুক, হারুক বা ড্র করুক, এই তিন তরুণ ক্রিকেটার কিন্তু বল হাতে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন। অজয় জাদেজা, সঞ্জয় মঞ্জারেকর, আকাশ চোপড়ার মত প্রাক্তন ক্রিকেটাররা মনে করেন চাপের মুখে ঘাবড়ে না গিয়ে এই তরুণ ক্রিকেটাররা যে মানসিক কাঠিন্য দেখিয়েছেন তা তারিফযোগ্য। একের পর এক সিনিয়র ক্রিকেটার চোটের কারণে ছিটকে গেলেও প্রাপ্ত সুযোগ কাজে লাগিয়েছেন এই তিনজন। অস্ট্রেলিয়ার মত দলের বিপক্ষে যা সহজ কাজ নয়। ওয়াশিংটন ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে বেশ কিছু ভাল ইনিংস খেলেছেন।
advertisement
শার্দুল ব্যাট করতে পারেন।জাহির খান এবং ইরফান পাঠানের পর বাঁহাতি পেসার দরকার ছিল ভারতীয় দলে। বারিন্দের স্রান এবং খলিল আহমেদ সুযোগ পেলেও সেরকম কিছু করতে পারেননি। নটরাজন এই অভাব পূর্ণ করতে পারেন কিনা সেটাই দেখার।তবে এই তিন ক্রিকেটার যথেষ্ট ঠান্ডা মাথার। সাফল্যে উচ্ছ্বসিত যেমন হতে দেখা যায় না, তেমনই ব্যর্থতায় হতাশ হয়ে পড়েন না। দেশের হয়ে এঁদের ভবিষ্যৎ উজ্জ্বল হয় কিনা উত্তর দেবে সময়।