TRENDING:

‘সান স্ট্রাইক’-এ খেলা বন্ধের অভিজ্ঞতা আগে কখনও হয়নি: কোহলি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নেপিয়ার: নেপিয়ারে বুধবার ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে যা ঘটল, তা আগে কখনও কোনও আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচে দেখা যায়নি ৷ ‘সান স্ট্রাইক’-এ খেলা বন্ধ থাকল আধ ঘণ্টারও বেশি সময় ধরে ৷ বৃষ্টি, তুষারপাত বা খারাপ আলোর জন্য খেলা বন্ধের ঘটনা প্রায়শই ঘটে ৷ কিন্তু খেলা বন্ধের কারণ ‘সূর্যের আলো’ ! এমন অভিজ্ঞতা আন্তর্জাতিক পর্যায় প্রথমবার বললেই চলে ৷
advertisement

পড়ন্ত রোদে খেলা বন্ধের কারণে ম্যাচের টার্গেট গিয়ে দাঁড়ায় ডাকওয়ার্থ লুইসে ৷ এমনিতে ৫০ ওভারে ১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছিল ভারত। ‘সানস্ট্রাইক’-এর পরে ভারতের সামনে টার্গেট দাঁড়ায় ৪৯ ওভারে ১৫৬ রানের ৷ এ ধরনের অভিজ্ঞতা আগে কখনও হয়নি ভারত অধিনায়ক বিরাট কোহলির। ম্যাচ শেষে তাই তিনি বলেন, ‘‘২০১৪ সালের সফরে চোখে সূর্য পড়ায় একটি ম্যাচে আউট হয়ে গিয়েছিলাম আমি। তখনও এই নিয়ম চালু হয়নি। এ বার তা হতে দেখে ভাল লাগছে।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বনবন করে লাঠি ঘোরাচ্ছে মেয়েরা, রণপা নিয়ে হাঁটছে ছেলেরা! বর্ধমানের আজব স্কুল
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
‘সান স্ট্রাইক’-এ খেলা বন্ধের অভিজ্ঞতা আগে কখনও হয়নি: কোহলি