TRENDING:

`মেসির থেকেও ভয়ঙ্কর'! তরুন আর্জেন্টাইন স্ট্রাইকারের প্রশংসায় ডাচ ডিফেন্ডার

Last Updated:

Netherlands defender Nathan Ake looking for strong duel against Argentine Julian Alvarez. আর্জেন্টিনার তরুণ স্ট্রাইকারকে প্রশংসা ডাচ ডিফেন্ডারের, তৃতীয় গোলের জন্য মরিয়া আলভারেজ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দোহা: এক মেসিতে রক্ষে নেই, দোসর আলভারেজ। শুধু মেসিই নয়, আর্জেন্টিনা দলের আরও একজন খেলোয়াড় বেশ মারাত্মক বলে মন্তব্য করেছেন নেদারল্যান্ডসের ডিফেন্ডার নাথান আকে। তিনি বলেন, এটা শুধু মেসির ব্যাপার নয়। তাদের আরও কয়েকজন দারুণ খেলোয়াড় আছে এবং এটা অসাধারণ একটা ম্যাচ হতে যাচ্ছে। মেসির পাশাপাশি এই ম্যাচে সামলাতে হবে জুলিয়ান আলভারেজকেও।
আলভারেজকে আটকাতে মরিয়া আকে
আলভারেজকে আটকাতে মরিয়া আকে
advertisement

আরও পড়ুন - বিশ্বকাপে টিকিটের কালোবাজারি তুঙ্গে! ১৭ হাজারের টিকিট বিক্রি হচ্ছে ৫ লাখে

আলভারেজ অত্যন্ত বিপজ্জনক একজন খেলোয়াড়। জুলিয়ান আলভারেজ চলতি আসরে দুই গোল করেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ও পোল্যান্ডের বিপক্ষে একটি। নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় গোলের আশায় মুখিয়ে থাকবেন তিনি। ২২ বছর বয়সী এই খেলোয়াড় সম্পর্কে আকে বলেন, আলভারেজ খুব কৌশলী একজন খেলোয়াড়। তাকে মার্ক করা খুবই কঠিন।

advertisement

সে একাধারে গোলের সুযোগ সৃষ্টি করে এবং নিজেও গোল করে। তাকে মোকাবেলা করা অনেক কঠিন হবে। মেসিকে আটকানো নিয়ে আকে বলেন, মেসি সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন। তাকে থামানো খুব কঠিন হবে। খেলোয়াড় হিসেবে সে খুবই কৌশলী। তাকে অনুশীলনে মার্ক করাও অনেক কঠিন।

সে খুবই দুর্দান্ত এবং ফিনিশিংয়েও খুব ভাল। তাই এটা খুব কঠিন কাজ হবে। আকে জানিয়েছেন আলভারেজ এবং তিনি দুজনেই যেহেতু ম্যানচেস্টার সিটি দলে খেলেন, তাই তাদের মধ্যে সম্মান রয়েছে। কিন্তু বিশ্বকাপে আলভারেজ যেমন চাইবেন আকের চ্যালেঞ্জ অতিক্রম করে গোল করার, তেমনই আঁকে চাইবেন তরুণ আর্জেন্টাইন স্ট্রাইকারকে আটকে দিতে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ডাচ ডিফেন্ডার মনে করেন বিশ্বে তরুণ ফরওয়ার্ডদের মধ্যে অন্যতম সেরা এই আলভারেজ। এরপরে মার্টিনেজ যোগ দিলে আর্জেন্টিনার স্টাইকিং লাইন ভয়ঙ্কর হয়ে ওঠে। কিন্তু তার পাশে থাকবেন বিশ্বের সেরা ডিফেন্ডার ভ্যান ডাইক।

বাংলা খবর/ খবর/খেলা/
`মেসির থেকেও ভয়ঙ্কর'! তরুন আর্জেন্টাইন স্ট্রাইকারের প্রশংসায় ডাচ ডিফেন্ডার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল