আরও পড়ুন - বিশ্বকাপে টিকিটের কালোবাজারি তুঙ্গে! ১৭ হাজারের টিকিট বিক্রি হচ্ছে ৫ লাখে
আলভারেজ অত্যন্ত বিপজ্জনক একজন খেলোয়াড়। জুলিয়ান আলভারেজ চলতি আসরে দুই গোল করেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ও পোল্যান্ডের বিপক্ষে একটি। নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় গোলের আশায় মুখিয়ে থাকবেন তিনি। ২২ বছর বয়সী এই খেলোয়াড় সম্পর্কে আকে বলেন, আলভারেজ খুব কৌশলী একজন খেলোয়াড়। তাকে মার্ক করা খুবই কঠিন।
advertisement
সে একাধারে গোলের সুযোগ সৃষ্টি করে এবং নিজেও গোল করে। তাকে মোকাবেলা করা অনেক কঠিন হবে। মেসিকে আটকানো নিয়ে আকে বলেন, মেসি সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন। তাকে থামানো খুব কঠিন হবে। খেলোয়াড় হিসেবে সে খুবই কৌশলী। তাকে অনুশীলনে মার্ক করাও অনেক কঠিন।
সে খুবই দুর্দান্ত এবং ফিনিশিংয়েও খুব ভাল। তাই এটা খুব কঠিন কাজ হবে। আকে জানিয়েছেন আলভারেজ এবং তিনি দুজনেই যেহেতু ম্যানচেস্টার সিটি দলে খেলেন, তাই তাদের মধ্যে সম্মান রয়েছে। কিন্তু বিশ্বকাপে আলভারেজ যেমন চাইবেন আকের চ্যালেঞ্জ অতিক্রম করে গোল করার, তেমনই আঁকে চাইবেন তরুণ আর্জেন্টাইন স্ট্রাইকারকে আটকে দিতে।
ডাচ ডিফেন্ডার মনে করেন বিশ্বে তরুণ ফরওয়ার্ডদের মধ্যে অন্যতম সেরা এই আলভারেজ। এরপরে মার্টিনেজ যোগ দিলে আর্জেন্টিনার স্টাইকিং লাইন ভয়ঙ্কর হয়ে ওঠে। কিন্তু তার পাশে থাকবেন বিশ্বের সেরা ডিফেন্ডার ভ্যান ডাইক।