TRENDING:

World Athletics Championships: আজ ভারত-পাকিস্তান ফাইনাল! ভারতের নীরজ বনাম পাকিস্তানের নাদিম, কখন, কোথায় দেখবেন ম্যাচ?

Last Updated:

Neeraj Chopra- জ্যাভেলিন থ্রো ইভেন্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নীরজ চোপড়ার মুখোমুখি হবেন অলিম্পিক গোল্ড মেডেলিস্ট পাকিস্তানের আরশাদ নাদিম, বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : ভারত-পাকিস্তান ম্যাচ শুধু ক্রিকেট মাঠেই হচ্ছে না, এবার জাপানে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও মুখোমুখি হয়েছে দুই দেশের তারকারা। ট্র্যাক অ্যান্ড ফিল্ড এরেনায় এই প্রথমবার এমন দৃশ্য দেখা যাচ্ছে, যেখানে ভারত-পাকিস্তানের টক্কর ক্রিকেট ছাড়িয়ে অ্যাথলেটিক্স ট্র্যাকে পৌঁছে গেছে।
News18
News18
advertisement

জ্যাভেলিন থ্রো ইভেন্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নীরজ চোপড়ার মুখোমুখি হবেন অলিম্পিক গোল্ড মেডেলিস্ট পাকিস্তানের আরশাদ নাদিম, বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে। বুধবার কোয়ালিফিকেশন রাউন্ডে তাঁরা দুজনেই ফাইনালের জন্য কোয়ালিফাই করেছেন।

নীরজ চোপড়া গ্রুপ এ-তে প্রথম থ্রোতেই ৮৪.৫০ মিটার থ্রো করে কোয়ালিফিকেশন মার্ক অতিক্রম করেন। আরশাদ নাদিম গ্রুপ বি-তে তৃতীয় ও শেষ প্রচেষ্টায় ৮৫.২৮ মিটার থ্রো করেন। চোপড়া গ্রুপ এ-তে প্রথম থ্রো করা প্রতিযোগী ছিলেন এবং ফাইনালে জায়গা নিশ্চিত করেই মাঠ ছেড়ে চলে যান।

advertisement

স্বয়ংক্রিয়ভাবে কোয়ালিফাই করার জন্য ৮৪.৫০ মিটারের নির্ধারিত সীমা পূরণ করা প্রতিযোগী অথবা সেরা ১২ জন খেলোয়াড়ই বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনাল ভারতীয় সময় অনুযায়ী দুপুর ৩:৪০-এ শুরু হবে। নীরজ চোপড়ার থ্রো দুপুর ৩:৫৩-এ শুরু হওয়ার কথা।

advertisement

আরও পড়ুন- হার্দিক পান্ডিয়ার জীবনে নতুন প্রেম! বেডরুমে অর্ধনগ্ন মডেলের পিছনে ভারতীয় তারকা!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই ইভেন্টটি Star Sports Network-এ সম্প্রচারিত হবে এবং JioStar অ্যাপে লাইভ স্ট্রিমিং হবে। ভারতের সচিন যাদব-ও ফাইনালে জায়গা করে নিয়েছেন। তিনি গ্রুপ A-তে ৮৩.৬৭ মিটার থ্রো করে ষষ্ঠ স্থান এবং মোট মিলিয়ে দশম স্থান অর্জন করেন।
তবে ভারতের রোহিত যাদব ও যশবীর সিং, গ্রুপ A ও B মিলিয়ে ৩৭ জন প্রতিযোগীর মধ্যে যথাক্রমে ২৮তম ও ৩০তম স্থানে থেকে ফাইনালের দৌড় থেকে ছিটকে যান। জার্মানির জুলিয়ান ওয়েবারও ৮৭.২১ মিটার থ্রো করে ফাইনালের জন্য কোয়ালিফাই করেছেন।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
World Athletics Championships: আজ ভারত-পাকিস্তান ফাইনাল! ভারতের নীরজ বনাম পাকিস্তানের নাদিম, কখন, কোথায় দেখবেন ম্যাচ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল