স্বয়ংক্রিয়ভাবে কোয়ালিফাই করার জন্য ৮৪.৫০ মিটারের নির্ধারিত সীমা পূরণ করা প্রতিযোগী অথবা সেরা ১২ জন খেলোয়াড়ই বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনাল ভারতীয় সময় অনুযায়ী দুপুর ৩:৪০-এ শুরু হবে। নীরজ চোপড়ার থ্রো দুপুর ৩:৫৩-এ শুরু হওয়ার কথা।
আরও পড়ুন- হার্দিক পান্ডিয়ার জীবনে নতুন প্রেম! বেডরুমে অর্ধনগ্ন মডেলের পিছনে ভারতীয় তারকা!
এই ইভেন্টটি Star Sports Network-এ সম্প্রচারিত হবে এবং JioStar অ্যাপে লাইভ স্ট্রিমিং হবে। ভারতের সচিন যাদব-ও ফাইনালে জায়গা করে নিয়েছেন। তিনি গ্রুপ A-তে ৮৩.৬৭ মিটার থ্রো করে ষষ্ঠ স্থান এবং মোট মিলিয়ে দশম স্থান অর্জন করেন।
তবে ভারতের রোহিত যাদব ও যশবীর সিং, গ্রুপ A ও B মিলিয়ে ৩৭ জন প্রতিযোগীর মধ্যে যথাক্রমে ২৮তম ও ৩০তম স্থানে থেকে ফাইনালের দৌড় থেকে ছিটকে যান। জার্মানির জুলিয়ান ওয়েবারও ৮৭.২১ মিটার থ্রো করে ফাইনালের জন্য কোয়ালিফাই করেছেন।