অলিম্পিকের পর থেকেই কেরিয়ারের সেরা ছন্দে রয়েছেন নীরজ চোপড়া। যেখানেই হাত দিয়েছেন সেখানেই সোনা ফলিয়েছিলেন। এবারের ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় স্থানাধিকারী হিসেবে যোগ্যতা অর্জন করেছিলেন নীরজ। কিন্তু এবার প্রত্যাশা পূরণ করতে পারলেন না নীরজ। ভারতীয় তারকা জ্যাভলিন নিক্ষেপকারীকে পিছনে ফেললেন চেক প্রজাতন্ত্রের ইয়াকুব ভাদলেই। সর্বোচ্চ ৮৪.২৪ মিটার জ্যাভেলিন ছুড়ে সোনা জেতেন ইয়াকুব।
advertisement
এদিন নীরজের শুরুটাই ভাল হয়নি। ভারতী। তারকার প্রথম থ্রো বিফলে যায়। দ্বিতীয় থ্রো-তে নীর ৮৩.৮০ মিটার জ্যাভেলিন ছোড়েন। তৃতীয় থ্রোতে ৮১.৩৭, চতুর্থ থ্রো ফাউল, পঞ্চম ও ষষ্ঠ থ্রোতে যথাক্রমে ৮০.৭৪ ও ৮০.৯০ মিটারের বেশি জ্যাভেলিন ছুড়তে পারেননি নীরজ চোপড়া। অপরদিকে ইয়াকুব ভাদলেই প্রথম থ্রোতে ৮৪.০১ আবার শেষ থ্রো-তে তা ছাপিয়ে গিয়ে ৮৪.২৪ মিটার দূরত্বে জ্যাভেলিন ছোড়েন। এই নিয়ে তৃতীয়বার ডায়মন্ড লিগ জিতলেন চেক প্রজাতন্ত্রের তারকা।
ডায়মন্ড বিগে টানা দ্বিতীয় সোনা জয়ের সুযোগ হাতছাড়া হলেও একেবারেই হতাশ নন নীরজ চোপড়া। রুপো জিতলেও নীরজকে নিয়ে উচ্ছ্বসিত গোটা দেশ ও তাঁর ফ্যানেরা। আগামিতে ফের কামব্যাক করে দেশকে নীরজ সোনা উপহার দেবেন সেই আত্মবিশ্বাস দেশবাসীর অটুট সোনার ছেলের উপর।