TRENDING:

Navjot Singh Sidhu: ৫ মাসেই ঝরিয়ে ফেললেন ৩৩ কেজি ওজন! কীভাবে সম্ভব, নিজেই ফাঁস করলেন সিধু

Last Updated:

সিধু জানিয়েছেন, কীভাবে এই অসাধ্য সাধন করলেন তিনি৷ সিধুর চেহারা দেখেই স্পষ্ট, আগের তুলনায় তাঁকে দেখে অনেকটাই ঝরঝরে মনে হচ্ছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মাত্র পাঁচ মাসেই ৩৩ কেজি ওজন ঝরিয়ে ফেললেন নভজ্যোৎ সিং সিধু৷ সমাজমাধ্যমে নিজের চেহারার ৫ মাস আগের এবং এখনকার ছবি দিয়ে নিজেই এ কথা জানিয়েছেন প্রাক্তন ক্রিকেট তারকা এবং কংগ্রেস নেতা৷
পাঁচ মাস আগে (বাঁদিকে) এবং এখন সিধুর চেহারা৷
পাঁচ মাস আগে (বাঁদিকে) এবং এখন সিধুর চেহারা৷
advertisement

একই সঙ্গে সিধু জানিয়েছেন, কীভাবে এই অসাধ্য সাধন করলেন তিনি৷ সিধুর চেহারা দেখেই স্পষ্ট, আগের তুলনায় তাঁকে দেখে অনেকটাই ঝরঝরে মনে হচ্ছে৷

আরও পড়ুন: ডায়েট ভাঙলেন কোহলি! রনজিতে ফিরে যা খাওয়ার আবদার করলেন, ছোলে-বাটুরে নয় কিন্তু

নিজের দুটি ছবি দিয়ে সিধু লিখেছেন. আগে এবং পরে…গত বছরের অগাস্ট মাস থেকে পাঁচ মাসে ৩৩ কেজি ওজন কমিয়েছি৷ ইচ্ছেশক্তি, শৃঙ্খলা, নির্দিষ্ট পদ্ধতি এবং কঠোর ডায়েট মেনে চলে এবং তার সঙ্গে প্রাণায়ম, ব্যায়াম এবং হাঁটাহাঁটি করেই এটা সম্ভব হয়েছে৷

advertisement

সিধুর এই ভোলবদলে খুশি তাঁর ভক্তরাও৷ যেভাবে নিয়মানুবর্তিতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি নিজের চেহারা বদলে ফেলেছেন, তার প্রশংসা করেছেন বহু মানুষ৷ একজন লিখেছেন, কোনও কিছুই অসম্ভব নয়৷ সিধুর এই ভোলবদল অনেকের কাছেই অনুপ্রেরণাদায়ক বলেও মন্তব্য করেছেন কেউ কেউ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

একজন আবার মজা করে সিধুকে দ্রুত কমেন্ট্রি বক্সে ফেরার অনুরোধ করেছেন৷ সমাজমাধ্যমে নিজের করা পোস্টে সিধু লিখেছেন, নিরোগ শরীরই মানুষের প্রথম সুখ!

বাংলা খবর/ খবর/খেলা/
Navjot Singh Sidhu: ৫ মাসেই ঝরিয়ে ফেললেন ৩৩ কেজি ওজন! কীভাবে সম্ভব, নিজেই ফাঁস করলেন সিধু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল