আরও পড়ুন: শনিবার রাত থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের কিছু জেলায়, বৃষ্টি বাড়বে রবিবার
এই বার সরাসরি বিবাহবিচ্ছেদ নিয়ে প্রশ্নের মুখে পড়লেন হার্দিক-পত্নী। শনিবার নাতাশাকে দেখা গিয়েছিল অ্যালেকজান্ডার অ্যালেক্সলিচের সঙ্গে, দিশা পটানির সঙ্গে অ্যালেকজান্ডারের সম্পর্ক নিয়েও জল্পনা চলছে। সাংবাদিকদের দেখার পরে প্রথমে নাতাসা ছবি তোলার জন্য পোজ দিলেও, পরে যখনই তাঁকে হার্দিকের সঙ্গে সম্পর্ক নিয়ে জিজ্ঞাসা করা হয় তখন নাতাশা মৃদু হেঁটে ‘ধন্যবাদ’ বলে গাড়ির দিকে পা বাড়ান।
advertisement
আরও পড়ুন: কোথায়, কখন আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রিমল, গতিবেগই বা কত হবে? আপডেট দিল হাওয়া অফিস
Instagram embed code generator
হার্দিক এবং নাতাশা বিবাহবন্ধনে আবদ্ধ হন ২০২০ সালে লকডাউনের সময়। তাঁদের তিন বছরের একটি ছেলেও আছে। সম্প্রতি নাতাসা নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে পান্ডিয়া পদবি সরিয়ে দেন, যার ফলে তাঁদের বিচ্ছেদ নিয়ে জল্পনা তৈরি হয়। শনিবার নাতাশা নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে একটি স্টোরি শেয়ার করে লেখেন- এবার এক জন পথে বসবে। তাঁর সেই পোস্টের পরেই হার্দিক-নাতাশার বিচ্ছেদ নিয়ে আরও বেশি জল্পনা ছড়ায়। যদিও দুই জনের কেউই বিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি।