এই ঘোষণায় স্বস্তি ভিওয়ানি থেকে রিওয়। গত কয়েকদিন ধরে যে টানাপোড়েন চলছিল, তাতে এদিন যবনিকা ফেলে দিল জাতীয় অ্যান্টি ডোপিং সংস্থা। লড়াইটা ছিল সততা বনাম শৃঙ্খলার। পয়লা অগাস্ট এই দিনে নরসিংয়ের পক্ষে রায় দিয়ে ষড়যন্ত্র তত্ত্বেই সিলমোহর পড়ল। জানানো হল, ভারতীয় কুস্তিগির অন্তর্ঘাতের শিকার।
২৫ জুন এবং ৫ জুলাই ডোপ টেস্টে ফেল হওয়ার পরেই ষড়যন্ত্রের অভিযোগ করেছিলেন নরসিং। দাবি করেছিলেন, তাঁর খাবারে মাদক মেশানো হয়েছে। এদিন নাডার রায়কে স্বাগত জানিয়েছে ভারতীয় কুস্তি ফেডারেশন।
advertisement
লস অ্যাঞ্জেলস থেকে যোগ্যতা অর্জন করেছিলেন। তারপর থেকেই বিতর্ক পিছু ধাওয়া করেছিল নরসিংয়ের। প্রশ্ন উঠেছিল সুশীলকে ছাপিয়ে কেন তাঁকে ৭৪ কেজি ফ্রি-স্টাইলে পাঠানো হচ্ছে। সব প্রশ্নের উত্তর মনে হয় এদিন পেয়ে গেলেন নরসিং যাদব। কলঙ্কমুক্ত হওয়ার পর অলিম্পিকে যাওয়ার পথ আরও প্রশস্ত হল হরিয়ানার নরসিং যাদবের। তবে তাঁর রিও যাওয়ার ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷