আগামী ২৮ সেপ্টেম্বর কলকাতায় মুরলীর বায়োপিক ‘৮০০’-এর ট্রেলার লঞ্চ। বন্ধু মুথাইয়া মুরলীধরনের বায়োপিকের ট্রেলার লঞ্চ করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দিন কয়েক আগেই মুম্বইতে সচিনের হাত ধরে লঞ্চ পেয়েছে মুরলীর বায়োপিকের ট্রেলার। সেই অনুষ্ঠানে একই মঞ্চে উপস্থিত ছিলেন আরেক শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার জয়সূর্য। কলকাতার অনুষ্ঠানের সৌরভ ছাড়াও আরও কয়েকজন ক্রিকেটারের থাকার কথা। বর্তমানের সৌরভ গঙ্গোপাধ্যায় বিদেশে থাকলেও ২৩-২৪ সেপ্টেম্বর নাগাদ কলকাতায় ফিরে আসবেন।
advertisement
আরও পড়ুন– এক ফ্রেমে কুয়াদ্রাত ও লোবেরা! ইস্টবেঙ্গল নিয়ে আড্ডায় বিভোর দুই স্প্যানিয়ার্ড
কলকাতা শহর বরাবরই পছন্দের মুথাইয়া মুরলীধরনের কাছে। কলকাতায় অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে মুরলীর। ১৯৯৬ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে এই কলকাতার মাটিতে হারিয়ে ফাইনালে উঠেছিল শ্রীলঙ্কা দল। তারপর খেলা ছাড়ার সৌরভের ডাকে বাংলা ক্রিকেটের অন্যদিকে কাজ করেছিলেন। সৌরভের ভিশন ২০-২০ প্রজেক্টের স্পিন বোলিং পরামর্শদাতা ছিলেন মুরলী। এখনও সুযোগ পেলেই বাংলা ক্রিকেটের খোঁজখবর রাখেন।
কলকাতার অনেক ক্রিকেটারদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগও রয়েছে। সেই নিজের পছন্দের শহর কলকাতায় বায়োপিকের ট্রেলার লঞ্চ অনুষ্ঠান করছেন মুরলী।
সৌরভকে মুরলী নিজেই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে থাকার অনুরোধ করেছিলেন বলে খবর। সৌরভ সঙ্গে সঙ্গে সেই প্রস্তাবে হ্যাঁ করে দেন। মহারাজের সময় অনুযায়ী অনুষ্ঠানের দিন ঠিক করা হয় ২৮ সেপ্টেম্বর। টেস্ট ক্রিকেটে রেকর্ড ৮০০ উইকেটের মালিক মুরলীর বায়োপিকের নামও সেই অনুযায়ী রাখা হয়েছে। মুরলীর বায়োপিকে কিংবন্তি স্পিনারের চরিত্রে অভিনয় করছেন মধুর মিত্তল। তিনিই পর্দায় মুরলীধরনের চরিত্রে অভিনয় করছেন। মধুর মিত্তল পরিচিত ‘শাকা লাকা বুম বুম’ সিরিয়ালটির জন্য। মুরলীর জীবনচিত্রে ক্রিকেট ছাড়াও তাঁর জীবনের আরও নানা লড়াইয়ের কাহিনি উঠে আসবে। ইতিমধ্যে তিন মিনিট সাত সেকেন্ডের ট্রেলার ২.৬ মিলিয়ন মানুষ সোশ্যাল মিডিয়ায় দেখেছেন।