প্রাথমিক সূত্রের খবর অনুসারে তিনি অন্তত ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকবেন। ক্রিকেট থেকে ৩ মাস থেকে খেলায় ফিরতে পারবেন না৷ এই চোটের কারণে তিনি সামনে শুরু হতে চলা ইরানি ট্রফিতে থাকতে পারবেন না৷ সরফরাজের পরিবার উত্তরপ্রদেশের আজমগড়ের বাসিন্দা৷ সগড়ি তহশিলের বাপুসার গ্রামের বাসিন্দা তাঁরা৷
advertisement
—- Polls module would be displayed here —-
২০২৪ দলীপ ট্রফিতে তাঁর ব্যাটিং ধামাকা দেখা গিয়েছিল৷ নিজের অভিষেক ম্যাচে ইন্ডিয়া বি এবং ইন্ডিয়া এ -র খেলায় তিনি ১৮১ রান করেন৷ ৩৭৩ বল খেলে ১৮১ রানের ইনিংস সাজানো ১৬ টি চার ও ৫ টি ছক্কা ছিল৷
মুশির খান মুম্বইয়ের খেলোয়াড়৷ তাঁর বাবা নৌশাদ খান কোচ৷ ইরানি ট্রফিতে তিনি ছেলের সঙ্গেই যাচ্ছিলেন৷ মুশির খানের বয়স মাত্র ১৯ বছর৷ তিনি মুম্বইয়ের ইরানি কাপ দলে ছিলেন, রেস্ট অফ ইন্ডিয়ার বিরুদ্ধে খেলতেন অটল বিহারী বাজপেয়ি একানা ক্রিকেট স্টেডিয়ামে৷ পাশাপাশি রনজি ট্রফির প্রথম দলেও ছিলেন তিনি৷