TRENDING:

এশিয়া কাপেই দেখা যাবে নকল মালিঙ্গাকে !

Last Updated:

ওমানের হয়ে খেলেন বলেই হয়তো তাঁকে খুব বেশি কেউ চেনেন না ৷ কিন্তু এশিয়া কাপে তিনি এবার নজর কাড়তে পারেন বলেই মত বিশেষজ্ঞদের ৷ এশিয়া কাপের কোয়ালিফায়ার ম্যাচগুলোতে খেলেছেন ৷ ২৯ বছর বয়সী মুনিসের গতিও মালিঙ্গারই সমান ৷ তাঁর জন্ম আবার ভারতে ৷ মধ্যপ্রদেশের ভোপালের একটি ছোট্ট গ্রামে। তাঁকে নিজের মতো বল করতে দেখে মুনিসকে বোলিং টিপস দিয়েছেন মালিঙ্গা নিজেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঢাকা:  শ্রীলঙ্কার পেসার লসিথ মালিঙ্গার অদ্ভূত অ্যাকশন বিশ্বের সর্বত্রই সাড়া ফেলেছে ৷ কীভাবে এমন ‘সাইডআর্ম’ অ্যাকশন করে দিনের পর দিন শ্রীলঙ্কার পেসার বল করে যাচ্ছেন, তা ভাবিয়ে তুলেছে সকলকেই ৷ মালিঙ্গার বিষাক্ত ইনসুইং ইয়র্কারও বারবার সমস্যায় ফেলেছে ব্যাটসম্যানদের ৷ তবে এবার আর একা মালিঙ্গা নন ৷ হুবুহ একই অ্যাকশনের আরও একজন বোলার এসে গিয়েছেন বিশ্ব ক্রিকেটে ৷ তিনি ওমানের মুনিস আনসারি ৷
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ওমানের হয়ে খেলেন বলেই হয়তো তাঁকে খুব বেশি কেউ চেনেন না ৷ কিন্তু এশিয়া কাপে তিনি এবার নজর কাড়তে পারেন বলেই মত বিশেষজ্ঞদের ৷ এশিয়া কাপের কোয়ালিফায়ার ম্যাচগুলোতে খেলেছেন ৷ ২৯ বছর বয়সী মুনিসের গতিও মালিঙ্গারই সমান ৷ তাঁর জন্ম আবার ভারতে ৷ মধ্যপ্রদেশের ভোপালের একটি ছোট্ট গ্রামে। তাঁকে নিজের মতো বল করতে দেখে মুনিসকে বোলিং টিপস দিয়েছেন মালিঙ্গা নিজেই।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
এশিয়া কাপেই দেখা যাবে নকল মালিঙ্গাকে !