TRENDING:

এশিয়া কাপেই দেখা যাবে নকল মালিঙ্গাকে !

Last Updated:

ওমানের হয়ে খেলেন বলেই হয়তো তাঁকে খুব বেশি কেউ চেনেন না ৷ কিন্তু এশিয়া কাপে তিনি এবার নজর কাড়তে পারেন বলেই মত বিশেষজ্ঞদের ৷ এশিয়া কাপের কোয়ালিফায়ার ম্যাচগুলোতে খেলেছেন ৷ ২৯ বছর বয়সী মুনিসের গতিও মালিঙ্গারই সমান ৷ তাঁর জন্ম আবার ভারতে ৷ মধ্যপ্রদেশের ভোপালের একটি ছোট্ট গ্রামে। তাঁকে নিজের মতো বল করতে দেখে মুনিসকে বোলিং টিপস দিয়েছেন মালিঙ্গা নিজেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঢাকা:  শ্রীলঙ্কার পেসার লসিথ মালিঙ্গার অদ্ভূত অ্যাকশন বিশ্বের সর্বত্রই সাড়া ফেলেছে ৷ কীভাবে এমন ‘সাইডআর্ম’ অ্যাকশন করে দিনের পর দিন শ্রীলঙ্কার পেসার বল করে যাচ্ছেন, তা ভাবিয়ে তুলেছে সকলকেই ৷ মালিঙ্গার বিষাক্ত ইনসুইং ইয়র্কারও বারবার সমস্যায় ফেলেছে ব্যাটসম্যানদের ৷ তবে এবার আর একা মালিঙ্গা নন ৷ হুবুহ একই অ্যাকশনের আরও একজন বোলার এসে গিয়েছেন বিশ্ব ক্রিকেটে ৷ তিনি ওমানের মুনিস আনসারি ৷
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

ওমানের হয়ে খেলেন বলেই হয়তো তাঁকে খুব বেশি কেউ চেনেন না ৷ কিন্তু এশিয়া কাপে তিনি এবার নজর কাড়তে পারেন বলেই মত বিশেষজ্ঞদের ৷ এশিয়া কাপের কোয়ালিফায়ার ম্যাচগুলোতে খেলেছেন ৷ ২৯ বছর বয়সী মুনিসের গতিও মালিঙ্গারই সমান ৷ তাঁর জন্ম আবার ভারতে ৷ মধ্যপ্রদেশের ভোপালের একটি ছোট্ট গ্রামে। তাঁকে নিজের মতো বল করতে দেখে মুনিসকে বোলিং টিপস দিয়েছেন মালিঙ্গা নিজেই।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
এশিয়া কাপেই দেখা যাবে নকল মালিঙ্গাকে !