ভারতীয় ক্রীড়া জগৎ ও ক্রীড়াবিদদের উন্নয়নে নরেন্দ্র মোদি সরকারের যে রকম নিরলস ভাবে কাজ করে চলেছে, এদিন তার প্রশংসা করে নীতা আম্বানি বলেন, ‘‘আপনি (নরেন্দ্র মোদি) বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা, নতুন ভারতের স্থপতি। আপনার সমর্থন এবং সাহায্যের জন্যেই এই অধিবেশন এতটা সফলভাবে বাস্তবায়িত হয়েছে৷”
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থমাস বাখ এবং আইওসির প্রতিনিধিদের স্বাগত জানিয়ে এদিন শ্রীমতি নীতা আম্বানি বলেন, “৪০ বছর পরে ভারতে এই ঐতিহাসিক আইওসি অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে৷ মুম্বইয়ে প্রথমবার৷ এই অনুষ্ঠানের আয়োজন করতে পারা আমাদের কাছে পরম সম্মানের। আমচি মুম্বই ─ আমাদের মুম্বই ─ এখানে আপনাদের সবাইকে স্বাগত জানাই।”
advertisement
নীতা আম্বানি জানান, এই অধিবেশনে, ভারত এবং বিশ্বের শক্তির এক অনন্য সমন্বয় সংগঠিত হয়েছে৷ তিনি বলেন, “আইওসি-র এই বৈঠকে আমি দু’টি দুর্দান্ত শক্তির সঙ্গম দেখতে পাচ্ছি। একটি হল অলিম্পিক মুভমেন্ট, যা মানবতাকে একত্রিত করে এবং সমস্ত জাতীয়, জাতিগত, ধর্মীয় এবং ভাষাগত বাধা অতিক্রম করে। অন্যটি হল ভারত, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, যে দেশ এই সভার আয়োজক।”
নীতা আম্বানি জানান, যুদ্ধক্ষেত্র নয়, একমাত্র ক্রীড়াক্ষেত্রেই সার্বিক স্তরে এমন মহামিলন সম্ভব৷ তিনি বলেন, ‘‘আমাদের ৫ হাজার বছরের পুরনো সভ্যতা৷ এই সভ্যতার অন্যতম মূলমন্ত্র হল বসুধৈব কুটুম্বক্কম৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত মাসে জি 20 শীর্ষ সম্মেলনে যা থিম হিসাবে ঘোষণা করেছিলেন। এর অর্থ — সমগ্র বিশ্ব এক পরিবার… বর্তমানে, অতীতের চেয়েও অনেক বেশি মাত্রায় বিশ্বে ভ্রাতৃত্ব এবং সংহতির পুনর্মিলন হওয়া দরকার৷”