TRENDING:

আজ কেকেআর বনাম মুম্বই, আবহাওয়া ও পিচ কেমন, সম্ভাব্য প্রথম একাদশ কি হবে

Last Updated:

মুম্বই ইন্ডিয়ান্স পয়েন্ট তালিকায় ৮ নম্বর স্থানে রয়েছে৷ রোহিত শর্মা এবং ঈশান কিষাণের থেকে প্রচুর আশা রয়েছে৷ কলকাতার নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ার চাইবেন তৃতীয় জয় পাইয়ে দিতে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আইপিএল -র ১৪ তম ম্যাচে আজ মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স (Mumbai Indians vs Kolkata Knight Riders) লড়াই হবে৷ এই লড়াই পুণের এমসিএ স্টেডিয়ামে (MCA Stadium) খেলা হবে৷ সন্ধ্যা সাড়ে সাতটায় হবে খেলা আর ম্যাচের আগে টস হবে আধঘণ্টা হবে৷ কলকাতা নাইট রাইডার্স নিজের তিন ম্যাচের মধ্যে দুটি জিতে চার পয়েন্ট নিয়ে আইপিএল পয়েন্ট টেবলে দ্বিতীয় স্থানে রয়েছে৷ রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স লাগাতার ২ ম্যাচে হেরে যায়৷ ফলে রোহিতের দল প্রথম জয় খুঁজছেন৷
Mumbai Indians vs Kolkata Knight Riders- Photo-(AFP)
Mumbai Indians vs Kolkata Knight Riders- Photo-(AFP)
advertisement

মুম্বই ইন্ডিয়ান্স পয়েন্ট তালিকায় ৮ নম্বর স্থানে রয়েছে৷ রোহিত শর্মা এবং ঈশান কিষাণের থেকে প্রচুর আশা রয়েছে৷ কলকাতার নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ার চাইবেন তৃতীয় জয় পাইয়ে দিতে৷

আরও পড়ুন - IPL 2022: মশার কামড়ে ঘুমনো যেত না, এখন রাত কাটে পাঁচ তারায়, বদলে গেল মাঠের কর্মচারীদের জীবন

advertisement

মুম্বইয়ের আবহাওয়া ও পিচ রিপোর্ট

পুণেতে বুধবার সারাদিন রোদ থাকছে৷ কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স মোকাবিলায় বৃষ্টি হওয়ার সম্ভবনা খুবই কম৷ সন্ধ্যাবেলায় হাওয়ার গতি ১৬ কিলোমিটার প্রতি ঘণ্টা হওয়ার সম্ভবনা রয়েছে৷ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস ৪০ ডিগ্রি থাকবে৷ ৩৩ শতাংশ-র আশেপাশে থাকবে আপেক্ষিক আর্দ্রতা৷

কেকেআরের সম্ভাব্য একাদশ- অজিঙ্ক রাহাণে, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রাণা, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), স্যাম বিলিংস (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, সুনী নারিন, টিম সাউদি, উমেশ যাদব, শিভম মাভি ও বরুণ চক্রবর্তী

advertisement

আরও পড়ুন - Breaking News: সারা দেশে কাজ করছে না Swiggy, Zomato অ্যাপ, মাথায় হাত গ্রাহকদের

মুম্বই ইন্ডিয়ান্স সম্ভাব্য একাদশ- ঈশান কিষাণ (উইকেট কিপার), রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, আনমোলপ্রীত সিংহ, কায়রন পোলার্ড, টিম ডেভিড, ড্যানিয়েল স্যামস, মুরুগান অশ্বিন, জসপ্রীত বুমরাহ, টায়মল মিলস, বেসিল থাম্পি

advertisement

দুই দল এরকম-

মুম্বই ইন্ডিয়ান্স - ঈশান কিষাণ (উইকেটকিপার), রোহিত শর্মা (অধিনায়ক), অনমোলপ্রীত সিংহ, তিলক ভর্মা, কায়রণ পোলার্ড, টিম ডেভিড, ড্যানিয়েল স্যামস, মুরুগন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, টায়মল মিলস, বেসিল থাম্পি, সূর্যকুমার যাদব, জয়দেব উনদকড়, ফ্যাবিয়ান অ্যালেন, সঞ্জয় যাদব, রিলি মেরিডেথ, রমনদীপ সিংহ, ময়ঙ্ক মারকণ্ডে, আর্যন জুয়েল, অর্জুন তেন্ডুলকর, হৃতিক শৌকিন, রাহুল বুদ্ধি, আরশদ খান, ডেবাল্ড ব্রেবিস৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আড়াই বছরের শিশুর কাণ্ড বিজ্ঞানকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে! কীভাবে এমন সম্ভব?
আরও দেখুন

কলকাতা নাইট রাইডার্স - অজিঙ্ক রাহাণে, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), স্যাম বিলিংস (উইকেটকিপার), নীতিশ রাণা, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, টিম সাউদি, শিভম মাভি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী, মহম্মদ নবী, প্যাট কামিন্স, শেল্ডন জ্যাকসন, চামিকা করুণারত্নে, বাবা ইন্দ্রজিৎ, রিঙ্কু সিং, অনুকূল রায়, প্রথম সিং, অভিজিত তোমার, রসিখ সলাম, অমন হাকিম খান, অশোক শর্মা, রমেশ কুমার৷

বাংলা খবর/ খবর/খেলা/
আজ কেকেআর বনাম মুম্বই, আবহাওয়া ও পিচ কেমন, সম্ভাব্য প্রথম একাদশ কি হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল