রোহিত নিজে রান করতে পারেননি। পোলার্ড, টিম ডেভিড ব্যর্থ। তবে মুম্বই অধিনায়ক রোহিত শর্মা মনে করেন দুটো ম্যাচ হেরে গেলেও এখনই চিন্তা করার মতো কিছু হয়নি। দলের প্রতি আত্মবিশ্বাস রয়েছে তার। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা মনে করেন, রাজস্থান রয়্যালসের করা ১৯৩ রান তাড়া করে তাদের জেতা উচিত ছিল। তাঁর মতে, এই পিচে ১৯৪ করাটা কঠিন বিষয় নয়। তবে ২৩রানে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচটি হেরে গিয়েছে।
advertisement
পরপর দুই ম্যাচ হারের পর মুম্বইয়ের তারকা ব্যাটার সূর্যকুমার যাদবের অভাবটা স্পষ্ট ভাবে ধরা পড়েছে। যদিও রোহিত জানিয়েছেন, সূর্য হাতের চোট থেকে পুরোপুরি সেরে না উঠলে, তাঁকে খেলানোর কোনও ঝুঁকি নেবে না মুম্বই। ম্যাচের পর হিটম্যান বলেছেন, ওরা ভাল ব্যাটিং করেছে। ১৯৩ রানের স্কোর গড়েছে। বাটলার একটি ব্যতিক্রমী ইনিংস খেলেছেন।
আমরা ওঁকে আউট করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। কিন্তু আমি ভেবেছিলাম, এই পিচে ১৯৩ রান তাড়া করা কঠিন নয়। বিশেষ করে যখন আমাদের ৭ ওভারে ৭০ রানের প্রয়োজন ছিল। তবে এমনটা ঘটতেই পারে। এর থেকে আমরা শিক্ষা নিতে পারি। রোহিত আরও বলেছেন, বুমরাহ ভাল বোলিং করছে। পাশাপাশি মিলসও। আর তিলক অসাধারণ পারফরম্যান্স করছে। ইশানের ব্যাটিংও ছিল দুর্দান্ত।
আমি ভেবেছিলাম, শেষ পর্যন্ত এই দু'জনের মধ্যে একজনের ব্যাটিং পার্থক্য গড়ে দেবে। এ দিকে পরের ম্যাচের জন্য সূর্যকুমার যাদবকে পাওয়া যাবে কিনা, জানতে চাওয়া হলে মুম্বই অধিনায়ক বলেন, ও আমাদের জন্য একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। একবার ও ফিট হয়ে গেলে, সোজাসুজি একাদশে ঢুকে পড়বে।
তবে আমরা চাই, ও পুরো সেরে উঠুক। যেহেতু আঙুলের চোটটা বেশ গুরুতর। সূর্যকুমার এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান। আপাতত মুম্বই ইন্ডিয়ান্স জার্সিতে মাঠে নামতে মরিয়া তিনি।