আইপিএল ২০২৫-এর মেগা নিলামে বড় ধাক্কা খেতেন অর্জুন। প্রথমবার যখন তাঁর নাম নিলামে উঠে আসে, তখন তিনি অবিক্রিত থাকেন। এর পর সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়। কিন্তু দ্বিতীয়বার তাঁর নাম উঠে এলে মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে দলে অন্তর্ভুক্ত করে। মুম্বাই ৩০ লাখ টাকার বেস প্রাইজে অর্জুন তেন্ডুলকরকে তাদের দলে অন্তর্ভুক্ত করেছে।
advertisement
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে একাধিক গ্রুপের মেম্বার? অ্যাকটিভ থাকার সময় পান না?
অর্জুন আইপিএলে ৫টি ম্যাচ খেলতে পেরেছিলেন। তাতে তিনি মাত্র ৩টি উইকেট নিয়েছিলেন। একইসঙ্গে আইপিএলের ১৭তম আসরের মেগা নিলামের আগে মুম্বই তাঁকে ছেড়ে দিয়েছিল। কোনও দলই অর্জুনের প্রতি আগ্রহ দেখায়নি। তিনি ৩০ লাখ টাকা বেস প্রাইস নিয়ে মেগা নিলামে অংশ নিয়েছিলেন।
আইপিএল ২০২৫- এর মেগা নিলামের আগে সমস্ত খেলোয়াড়রা ফ্র্যাঞ্চাইজিগুলির দৃষ্টি আকর্ষণ করতে ব্যস্ত ছিলেন। অনেক খেলোয়াড় দলের দৃষ্টি আকর্ষণ করে এবং কোটিপতি হয়ে ওঠে। কিন্তু মেগা নিলামের আগে অর্জুন তেন্ডুলকরের পারফরম্যান্স তেমন আহামরি ছিল না। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে অর্জুন সুবর্ণ সুযোগ পেলেও বিশেষ কিছু করতে পারেননি।
আরও পড়ুন- ভারতে লঞ্চ হল Vivo Y300 5G স্মার্টফোন, ২৬ নভেম্বর থেকে বিক্রি শুরু
অর্জুন এই টুর্নামেন্টে একটি ভাল স্পেল করেননি। ৪ ওভারে ৪৮ রান দেন তিনি। ওদিকে, আইপিএল ২০২৫-এর মেগা নিলামের দ্বিতীয় দিনে সবচেয়ে বড় আলোচনা ছিল বৈভব সূর্যবংশীকে নিয়ে। মাত্র ১৩ বছর বয়সে কোটিপতি হিসেবে চিহ্নিত হয়েছেন এই খেলোয়াড়।
সিএসকে এই খেলোয়াড়কে ১.১ কোটি টাকায় তাদের দলে অন্তর্ভুক্ত করেছে। সম্প্রতি বৈভব অনূর্ধ্ব-১৯ অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন।