TRENDING:

Hardik Pandya: রোহিত শর্মা আর নয়! মুম্বউ ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হলেন হার্দিক পান্ডিয়া

Last Updated:

Hardik Pandya New Captain Of Mumbai Indians: নিলামের আগে আরও বড় চমক দিল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার পরিবর্তে হার্দিক পান্ডিয়াকে আগামী মরশুম থেকে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করল মুম্বই ইন্ডিয়ান্স।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: আইপিএল ২০২৪ নিলামের আগে দলবদলের বাজারে বড় চমক দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। গুজরাত টাইটান্স থেকে হার্কিদ পান্ডিয়াকে দলে সামিল করেছিল পাঁচবারে আইপিএল চ্যাম্পিয়নরা। এবার নিলামের আগে আরও বড় চমক দিল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার পরিবর্তে হার্দিক পান্ডিয়াকে আগামী মরশুম থেকে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করল মুম্বই ইন্ডিয়ান্স।
মুম্বই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হলেন হার্দিক পান্ডিয়া
মুম্বই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হলেন হার্দিক পান্ডিয়া
advertisement

গুজরাত টাইটান্সের অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া। একবার চ্যাম্পিয়ন ও একবার রানার্সও করেছেন। তবে মুম্বইতে এসে শোনা গিয়েছিল একটি মরশুম রোহিত শর্মার অধিনায়কত্বেই খেলবেন ভারতীয় তারকা অলরাউন্ডার। কিন্তু এই চমকে দেওয়া সিদ্ধান্তের পর আদতে হতে চলেছে উল্টোটা। যে রোহিত শর্মার অধিনায়কত্বে মুম্বই ২০১৫ সালে আবিষ্কার করেছিল হার্দিক পান্ডিয়াকে। এবার সেই হার্দিকের নেতৃত্বে খেলবেন রোহিত।

advertisement

এই পরিবর্তনের বিষয়ে মন্তব্য করতে গিয়ে, মুম্বই ইন্ডিয়ান্সের গ্লোবাল হেড অফ পারফরম্যান্স মাহেলা জয়াবর্ধনে বলেছেন,”ভবিষ্যতের কথা ভেবেই মুম্বই ইন্ডিয়ান্স এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগেও সচিন তেন্ডুলকর থেকে হরভজন সিং, রিকি পন্টিং থেকে রোহিত শর্মা এরা দলকে শক্তিশালী করতে নেতৃত্বের ভার নিয়েছেন। সেই ব্যাটনই এবার হার্দিক এগিয়ে নিয়ে যাবে।”

আরও পড়ুনঃ IPL 2024: কেকেআরের প্রাক্তন ও বর্তমান অধিনায়ের মধ্যে দ্বন্দ্ব? কী বললেন শ্রেয়স ও নীতিশ

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এছাড়াও মুম্বই ইন্ডিয়ান্সের তরফ থেকে জানানো হয়েছে, আমরা রোহিত শর্মাকে তার ব্যতিক্রমী নেতৃত্বের জন্য কৃতজ্ঞতা জানাই। ২০১৩ সালে থেকে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে তার কার্যকাল অসাধারণ ছিল। তার নেতৃত্ব শুধুমাত্র দলকে অতুলনীয় সাফল্যই এনে দেয়নি বরং আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক হিসেবে তার স্থানকেও মজবুত করেছে। ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী করতে মাঠে এবং বাইরে তার নির্দেশনা এবং অভিজ্ঞতার প্রয়োজন হবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Hardik Pandya: রোহিত শর্মা আর নয়! মুম্বউ ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হলেন হার্দিক পান্ডিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল