TRENDING:

আইপিএলে ফিক্সিংয়ের অভিযোগে হয়েছিলেন নির্বাসিত! এবার তাকেই কোচ করল মুম্বই

Last Updated:

Mumbai Cricket Association: ২০১৩ সালের আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডে আজীবন নিষিদ্ধ হওয়া ক্রিকেটার অঙ্কিত চৌহান আবারও ক্রিকেটে ফিরেছেন। তবে এবার ভিন্ন ভূমিকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
২০১৩ সালের আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডে আজীবন নিষিদ্ধ হওয়া ক্রিকেটার অঙ্কিত চৌহান আবারও ক্রিকেটে ফিরেছেন। তবে এবার ভিন্ন ভূমিকায়। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন সম্প্রতি তাকে অনূর্ধ্ব-১৪ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ করেছে। এক সময় রাজস্থান রয়্যালসের হয়ে খেলা এই বাঁহাতি স্পিনার ২০১৩ সালে এস. শ্রীসন্ত ও অজিত চণ্ডিলার সঙ্গে স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত হন। যদিও ২০১৫ সালে আদালত প্রমাণের অভাবে তাঁকে মুক্তি দেয়, তবে বিসিসিআই তাঁর উপর নিষেধাজ্ঞা বহাল রাখে।
News18
News18
advertisement

২০২১ সালে বিসিসিআই চৌহানের নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে সাত বছর করে, যার ফলে তিনি আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে আসার সুযোগ পান। নিষেধাজ্ঞার মধ্যেও তিনি মুম্বইয়ের কর্ণাটক স্পোর্টস ক্লাবের হয়ে ক্লাব ক্রিকেট খেলতেন এবং কোচিংয়ের জন্য লেভেল-১ পরীক্ষাও পাশ করেন। ক্রিকেটে দ্বিতীয় ইনিংস শুরু করতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন এবং তরুণ প্রতিভাদের গড়ে তুলতে তিনি প্রস্তুত।

advertisement

এক সাক্ষাৎকারে চৌহান বলেন, “এটা আমার জীবনের দ্বিতীয় ইনিংস। আমি মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে কৃতজ্ঞ, তারা আমার উপর আস্থা রেখেছে। আমি অনূর্ধ্ব-১৪ খেলোয়াড়দের প্রাথমিক কৌশলগত দক্ষতা গড়ে তোলার দিকেই বেশি নজর দিতে চাই।” চৌহানের মতে, জীবন সবসময় নতুন সুযোগ দেয় এবং সেই সুযোগ কাজে লাগাতে প্রস্তুত তিনি।

আরও পড়ুনঃ Vaibhav Suryavanshi: তৃতীয় ম্যাচে ৩টি ‘বিশ্বরেকর্ড’ বৈভব সূর্যবংশীর! ছেলে খেলা করলেন ইংরেজ বোলারদের নিয়ে!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর পর দূষণ ঠেকাতে পৌরসভা তৎপর, দেওয়া হয়েছে বড়সড় সরকারি নির্দেশ
আরও দেখুন

এদিকে, এমসিএ রনজি ট্রফির জন্যও কোচ ও নির্বাচক প্যানেল ঘোষণা করেছে। ওঙ্কার সালভিকে রনজি দলের প্রধান কোচ হিসেবে বহাল রাখা হয়েছে এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সন্দীপ পাতিল থাকছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে। চৌহানের এই নতুন যাত্রা তাঁর ক্রিকেট জীবনের নতুন অধ্যায় হিসেবে ধরা যাচ্ছে।

বাংলা খবর/ খবর/খেলা/
আইপিএলে ফিক্সিংয়ের অভিযোগে হয়েছিলেন নির্বাসিত! এবার তাকেই কোচ করল মুম্বই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল