২০২১ সালে বিসিসিআই চৌহানের নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে সাত বছর করে, যার ফলে তিনি আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে আসার সুযোগ পান। নিষেধাজ্ঞার মধ্যেও তিনি মুম্বইয়ের কর্ণাটক স্পোর্টস ক্লাবের হয়ে ক্লাব ক্রিকেট খেলতেন এবং কোচিংয়ের জন্য লেভেল-১ পরীক্ষাও পাশ করেন। ক্রিকেটে দ্বিতীয় ইনিংস শুরু করতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন এবং তরুণ প্রতিভাদের গড়ে তুলতে তিনি প্রস্তুত।
advertisement
এক সাক্ষাৎকারে চৌহান বলেন, “এটা আমার জীবনের দ্বিতীয় ইনিংস। আমি মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে কৃতজ্ঞ, তারা আমার উপর আস্থা রেখেছে। আমি অনূর্ধ্ব-১৪ খেলোয়াড়দের প্রাথমিক কৌশলগত দক্ষতা গড়ে তোলার দিকেই বেশি নজর দিতে চাই।” চৌহানের মতে, জীবন সবসময় নতুন সুযোগ দেয় এবং সেই সুযোগ কাজে লাগাতে প্রস্তুত তিনি।
এদিকে, এমসিএ রনজি ট্রফির জন্যও কোচ ও নির্বাচক প্যানেল ঘোষণা করেছে। ওঙ্কার সালভিকে রনজি দলের প্রধান কোচ হিসেবে বহাল রাখা হয়েছে এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সন্দীপ পাতিল থাকছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে। চৌহানের এই নতুন যাত্রা তাঁর ক্রিকেট জীবনের নতুন অধ্যায় হিসেবে ধরা যাচ্ছে।