রনজি ট্রফির প্রায় ৯০ বছরের ইতিহাসে মাত্র ২৬ জন ব্যাটার এক মরশুমে পাঁচ বা তার বেশি শতরান করতে পেরেছেন। শুক্রবার দিল্লির বিরুদ্ধে অপরাজিত ১০২ রান করে লাড সেই তালিকায় জায়গা করে নেন। ১৭৮ বল খেলে ১২টি চার মারেন তিনি। এটি রনজি ট্রফিতে তাঁর টানা চতুর্থ শতরান। তাঁর এই ইনিংসের সুবাদে মুম্বই ৫ উইকেটে ২৬৬ রান তোলে।
advertisement
এই ম্যাচে লাডের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন সুভেদ পার্কার। তিনি অপরাজিত ৫৩ রান করেন। ষষ্ঠ উইকেটে দু’জনের অবিচ্ছিন্ন ১৩০ রানের জুটি মুম্বইকে আবার ম্যাচে ফিরিয়ে আনে। এর আগে প্রথম ইনিংসে ২২১ রান করা দিল্লি নিয়মিত উইকেট তুলে নিয়ে মুম্বইকে কিছুটা চাপে ফেলেছিল। দিনের খেলা শেষে মুম্বই ৪৫ রানের লিড নেয়।
ম্যাচ শেষে লাড বলেন, ভারতের হয়ে খেলা তাঁর স্বপ্ন হলেও তিনি এখন ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবছেন না। আপাতত তাঁর লক্ষ্য মুম্বইয়ের হয়ে রনজি ট্রফি জেতা। গোয়ার হয়ে খেলার পর মুম্বইয়ে ফিরে এসে এমসিএর আস্থার মূল্য দিতে চান তিনি। বাবার নামের চাপ নয়, বরং গর্ব হিসেবেই দেখেন সিদ্ধেশ লাড।
