TRENDING:

Mukesh Kumar: বাংলার মুকেশ মুগ্ধ করলেন বিরাটকে! দুটি গুরুত্বপূর্ণ পরামর্শ কিং কোহলির

Last Updated:

বিরাট ভাইকে এতদিন টিভিতেই দেখেছি, অনুপ্রাণিত হয়েছি। সেই মহাতারকা কিনা জড়িয়ে ধরছে। নিজেকে ধন্য মনে হচ্ছিল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পোর্ট অব স্পেন: টেস্ট অভিষেকেই নজর কেড়েছেন মুকেশ কুমার। বিহারের গোপালগঞ্জ থেকে উঠে আসা ২৯ বছর বয়সি পেসার এখনও ঘোরের মধ্যেই রয়েছেন। টেস্টে প্রথম উইকেট নেওয়ার পর তাঁকে জড়িয়ে ধরেছিলেন বিরাট কোহলি। টিভির পর্দায় যাঁকে খেলতে দেখেছেন বছরের পর বছর, সেই মহাতারকাকে এক জুনিয়রের সাফল্যে এভাবে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখে আপ্লুত ডানহাতি বোলার।
মুকেশের স্বপ্নপূরণ, জড়িয়ে ধরলেন কোহলি
মুকেশের স্বপ্নপূরণ, জড়িয়ে ধরলেন কোহলি
advertisement

বিসিসিআই টিভিতে মহম্মদ সিরাজের সঙ্গে এক আলাপচারিতায় রোমাঞ্চিত মুকেশ বলেছেন, প্রথম উইকেট নেওয়ার পর বিরাট ভাই দৌড়ে এসে জড়িয়ে ধরেছিল। তখন নিজেকে অন্য জগতের বাসিন্দা মনে হচ্ছিল। বিরাট ভাইকে এতদিন টিভিতেই দেখেছি, অনুপ্রাণিত হয়েছি। সেই মহাতারকা কিনা জড়িয়ে ধরছে। নিজেকে ধন্য মনে হচ্ছিল। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ৪৮ রানে দুই উইকেট নিয়েছেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা মুকেশ।

advertisement

নিষ্প্রাণ পিচে তাঁর বোলিং চোখে পড়েছে ক্রিকেট মহলের। স্বয়ং মুকেশের মতে, যখন সিরাজ ও উনাদকাট বল করছিল, তখন রোহিত ভাই ডেকে বলেছিল যে এই পিচে বোলিং সহজ নয়। ধৈর্য ধরতে হবে। আমি সেটাই করে গিয়েছি। টানা বল করে গিয়েছি একই জায়গায়। ভুলের ফাঁদে পা ফেলতে বাধ্য করেছি ব্যাটসম্যানকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

টেস্ট শুরুর আগের দিন নিজের অভিষেকের কথা জানতে পারেন মুকেশ। ২৯ বছর বয়সি পেসার সেই প্রসঙ্গে বলেছেন, খেলার কথা শুনে আনন্দে পাগল হয়ে গিয়েছিলাম। তবে খেলি বা না-খেলি, আমি সবসময়ই প্রস্তুত থাকি। টিম মিটিংয়ে যাওয়ার সময় তাই নিজেকে বলেছিলাম, তৈরি থাকতে হবে। তখনও জানি না যে খেলব। তবে হাল্কা আভাস পাচ্ছিলাম। পরে প্রথম একাদশে থাকার কথা সরকারিভাবে শুনে কী করব ভেবে পাচ্ছিলাম না।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Mukesh Kumar: বাংলার মুকেশ মুগ্ধ করলেন বিরাটকে! দুটি গুরুত্বপূর্ণ পরামর্শ কিং কোহলির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল