ধোনির একটি টিজার সামনে এসেছে। যেখানে ব্যাটের বদলে সুপারকপের লুকে হাতে বন্দুক নিয়ে একের পর এক গুলিবর্ষণে শত্রুদের ধ্বংস করছেন মাহি। এখানেও ঠান্ডা মাথায় কীভাবে নিজের মিশন সাকসেস করতে হয় তার ঝলক দেখা গিয়েছে। শুধু ধোনি একা নয়, এই টিজারে তার পার্টনার তারকা আর মাধবন। নাম ‘দ্য চেজ’। পরিচালক ভাসান বালা। তবে সিনেমা নাকি অন্য কোনও চমক রয়েছে, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।
advertisement
মাত্র ৫৬ সেকেন্ডের টিজারে ধোনিকে কালো ট্যাকটিক্যাল গিয়ারে, বুলেটপ্রুফ জ্যাকেট ও সানগ্লাস পরে দেখা গিয়েছে। মাধবনেরও একইরকনের লুক। এক গোপন মিশনে বেরিয়েছে দুই টাস্কফোর্স অফিসার। টিজারের ক্যাপশনে লেখা ‘ওয়ান মিশন, টু ফাইটারস’। টিজারে গোলাগুলি চালানোর পাশাপাশি বলা হয়েছে একজন হৃদয় দিয়ে ভাবে, সেই চরিত্রে মাধবন। আর এক জন মস্তিষ্ক দিয়ে ভাবে, তিনি ধোনি।
আরও পড়ুনঃ Sanju Samson: এশিয়া কাপে সঞ্জু স্যামসনকে নিয়ে হয়ে গেল সিদ্ধান্ত! দুবাই থেকে এল বড় আপডেট
এর আগে বিজ্ঞাপনের দুনিয়ায় দীর্ঘ বছর ধরে কাজ করছেন এমএস ধোনি। ধোনি পত্নীর নিজের প্রোডাকশন হাউসও রয়েছে। তবে এমন অবতারে ধোনিকে দেখে মুগ্ধ ফ্যানেরা। দ্যা চেজের টিজার ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। সিনেমা না অন্য কিছু, তা নিয়ে জল্পনা থাকলেও, অ্যাকশন হিরো হিসেবে ৫৬ সেকেন্ডেই বাজিমাত করে দিয়েছেন মাহি।