এই উত্তর কিছু ক্রিকেটার ইতিমধ্যেই দিয়েছেন৷ এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ধোনির একসময়ের সতীর্থ বদ্রীনাথ৷ চেন্নাই সুপার কিংসে এই দুই তারকা বহুদিন একসঙ্গে খেলেছেন৷
আরও খবর : ক্যাপ্টেন রোহিত কেমন? ভারতের তরুণ উইকেটকিপার বললেন…
এক সাক্ষাৎকারে বদ্রিনাথ বলেছেন, “ ভুলে যাবেন না দিনের শেষে ধোনিও একজন মানুষ। ম্যাচের সময় মাঠে পরিস্থিতি সবসময় এক থাকে না৷ তাই রেগে তাঁরও হয়। তবে অন্যরা যেভাবে রাগের বহিঃপ্রকাশ করেন, ধোনি সেটা করেন না৷ ও সেটা নিয়ন্ত্রণে রাখতে জানে৷” এমন কোন ম্যাচে ধোনিকে তিনি রাগতে দেখেছেন৷ স্মৃতি ঘেটে ধোনির এক সময়ের সতীর্থ বলছিলেন, “চেন্নাইয়ে RCB-এর বিরুদ্ধে একম্যাচে আমাদের সামনে টার্গেট ছিল মাত্র ১১০। তাড়াহুড়োয় আমরা আমরা ম্যাচটি হেরেছিলাম। সেদিনই ধোনিকে রাগতে দেখেছি আমি।”
advertisement
বদ্রীনাথ আরও বলছিলেন, “আমি অনিল কুম্বলের বলে এলবিডব্লিউ হয়েছিলাম। ড্রেসিংরুমের ফিরে বসেছিলাম আর ধোনি বেরিয়ে আসছিল। সেখানে একটা ছোট বোতলকে সে লাথি মেরে সরিয়ে দেয়। ওঁর চোখের দিকে তাকানোর সাহস আমার তখন ছিল না।”
আরও খবর : ৯০০ গোলের পর এবার এমন রেকর্ড গড়লেন রোনাল্ডো, যা বিশ্বে কারও নেই
আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে বহু আগেই সরিয়ে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। আশা করা হয়েছিল, ২০২৪-এই হয়তো শেষবারের মতো আইপিএল খেলে বুট জোড়া তুলে রাখবেন। না তা হচ্ছে না। মাহি ভক্তদের জন্য সুখবর এটাই যে, সব ঠিক থাকলে ২০২৫-এর চেন্নাইয়ের হলুদ জার্সিতে মাঠে নামতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে৷