অস্ট্রেলিয়ায় ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে অভিযান শেষ হয়ে যাওয়ার পর এবার মহেন্দ্র সিং ধোনির দরজায় কড়া নাড়তে চলেছে বোর্ড৷ টি টোয়েন্টি ক্রিকেটে বড় দায়িত্ব পেতে পারেন ধোনি৷ বিসিসিআই সূত্রের খবর মহেন্দ্র সিং ধোনিকে স্থায়ীভাবে ভারতীয় ক্রিকেটের জন্য চাইছে বিসিসিআই৷
আরও পড়ুন- হাজার হাজার রসগোল্লা, তাও আবার ফ্রিতে একেবারে জমজমাট চাঁদের হাট
advertisement
টেলিগ্রাফের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ৩ টি ফর্ম্যাটের জন্য দলকে তৈরি করা রাহুল দ্রাবিড়ের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে চলেছে৷ তাই বিসিসিআই চাইছে তাঁর দায়িত্ব আরও একটু লাঘব করতে৷ তাই ভারতীয় বোর্ড চা ইছে মহেন্দ্র সিং ধোনির স্কিল ব্যবহার করতে৷ এই বিষয়টি নিয়ে আগামী মাসের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে আলোচনা হবে৷ তারপরেই এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷
আরও পড়ুন - IPL : পোলার্ডকে ছাড়ল মুম্বই, কেকেআর নিয়ে নিল শার্দুলকে, দেখে নিন আইপিএল ট্রান্সফার উইন্ডোর বড় খবর
এমএস ধোনি টি টোয়েন্টি ক্রিকেটের ডিরেক্টর
ধোনি টি টোয়েন্টি বিশ্বকাপের ২০২১ এ সংযুক্ত আরব আমিরশাহিতে দলকে দেখেছিলেন অন্তর্বতীকালীন অধিনায়ক হিসেবে৷ কিন্তু মাত্র সপ্তাহ খানেক আগে থেকে এই দায়িত্ব খুব একটা ভাল ফল দেয়নি৷ কিন্ত বিসিসিআই মনে করছে যদি তাঁকে বড় ও দীর্ঘমেয়াদী রোল দেওয়া হয় তাহলে টি টোয়েন্টিতে উন্নতি করতে পারবে ভারত৷
রিপোর্ট অনুযায়ী ধোনি সামনের বছরের আইপিএল খেলার পর আইপিএল থেকে সন্ন্যাস নেবেন৷ এরপরেই বিসিসিআই তাঁর এক্সপিরিয়েন্সকে টেকনিক্যালি ব্যবহার করতে চাইছে৷ দুবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি টি টোয়েন্টির জন্য দলকে স্পেশালাইজ করতে পারবেন৷