মাহি আবারও তাঁর লম্বা চুলের জন্য খবরে। আজকাল ধোনি আবার লম্বা চুল রাখা শুরু করেছেন। ধোনিকে কেন লম্বা চুলে দেখা যাচ্ছে, তা তিনি নিজেই জানিয়েছেন। লম্বা চুল রাখার কারণ শুনলে রোমাঞ্চিত হবেন মাহির ভক্তরা।
মহেন্দ্র সিং ধোনিকে যখন একটি অনুষ্ঠানে তাঁর লম্বা চুল সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলেন, ভক্তদের জন্যই তিনি এমনটা করছেন। মাহি বলেছেন, তিনি তাঁর ভক্তদের জন্য লম্বা চুল রাখছেন আবার।
advertisement
ধোনি বলেন, ‘এই হেয়ারস্টাইল রাখা সহজ কাজ নয়। আগে আমি মাত্র ২০ মিনিটে বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য প্রস্তুত হতাম। কিন্তু এখন প্রায় এক ঘন্টা ৫ মিনিট সময় লাগে। ভক্তদের ভাল লাগে বলে আমি লম্বা চুল রাখছি। তবে এতে আমার কোনো সমস্যা হলে কোনোদিন সকালে ঘুম থেকে উঠেই কেটে ফেলব।
আরও পড়ুন- অকথ্য গালিগালাজ! গোটা দেশের তাঁকে ‘অপছন্দ’! সেই ক্রিকেটারই ভারতকে বাঁচালেন
পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ মহেন্দ্র সিং ধোনির লম্বা চুলের প্রশংসা করেছিলেন। ২০০৪-০৫ সালে যখন টিম ইন্ডিয়া পাকিস্তান সফরে গিয়েছিল, গাদ্দাফি স্টেডিয়ামে খেলা ওডিআই ম্যাচের পরে পারভেজ মুশাররফ ধোনিকে বলেছিলেন, এই হেয়ারস্টাইলে তোমাকে মানায়।
সেই ম্যাচে ৪৬ বলে ৭২ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন ধোনি।IPL-এর ১৭ তম আসরে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব করতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে। আইপিএলে লম্বা চুল নিয়ে মাঠে নামতে পারেন ধোনি।
মাহির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস ৫ বার আইপিএল শিরোপা জিতেছে। জানুয়ারি থেকে আইপিএলের প্রস্তুতি শুরু করতে পারেন মাহি। সম্প্রতি সিএসকে সিইও কাশী বিশ্বনাথ বলেছিলেন, ধোনি এই মুহূর্তে পুরো ফিট।
অনেকে অবার বলছেন, ধোনি এবার আইপিএল খেলেই অবসর নেবেন। কেরিয়ার শুরু করেছিলেন বড় চুল নিয়ে, তাই কেরিয়ারের শেষবেলায় আবার তিনি লম্বা চুল রাখছেন।